|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
এ কেমন ‘সচিত্র’ সংস্করণ |
বইপোকা |
পুরাতন গ্রন্থ নূতন করিয়া লেখক লিখিতেই পারেন। কিন্তু যদি তাহা সম্পূর্ণ নূতন গ্রন্থ না হইয়া উঠে তবে তাহাকে পুরাতনের সংস্করণ বলাই ভাল। নহিলে পাঠকের অবস্থা হয় ‘বলির পাঠকের’ ন্যায়। মনে পড়িতেছে, পূজাসংখ্যার আত্মানুকরণ দেখিয়া অচলপত্র-কার দীপ্তেন্দ্রকুমার সান্যাল লিখিয়াছিলেন পুরাকালে হইত পাঁঠাবলি, এখন হয় পাঠকবলি! অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস হইতে সম্প্রতি প্রকাশিত উমা দাশগুপ্তের রবীন্দ্রনাথ টেগোর: অ্যান ইলাস্ট্রেটেড লাইফ পড়িতে পড়িতে মনে হইতে লাগিল কোথায় যেন পড়িয়াছি। সামান্য খুঁজিতেই বাহির হইয়া পড়িল একই লেখকের একই প্রকাশনা হইতে প্রকাশিত আর একটি রবীন্দ্রজীবনী রবীন্দ্রনাথ টেগোর: আ বায়োগ্রাফি। গ্রন্থটি প্রথম প্রকাশিত হইয়াছিল ২০০৪-এ, সার্ধশতবর্ষের বাজনা তখনও বাজিয়া উঠে নাই। অধুনা, উৎসবের কালে সেই পুরাতন ‘ভ্যানিশ’ হইল। প্রকাশিত হইল ইলাস্ট্রেটেড লাইফ। কিছু করুণ-মুদ্রিত চিত্র এই গ্রন্থে ইতস্তত সন্নিবিষ্ট বটে, তাই বলিয়া ইলাস্ট্রেটেড! চিত্রকর রবীন্দ্রনাথ সম্পর্কে লেখনের অধ্যায়েও যে গ্রন্থে রবীন্দ্রনাথ-অঙ্কিত একটি চিত্রও নাই তাহাও ইলাস্ট্রেটেড বলিয়া অভিহিত হইবে! |
|
|
|
|
|