|
|
|
সাত দিন যেমন
অসীম দাস |
|
|
|
শনিবারের রাশি: বৃষ।
নক্ষত্র: কৃত্তিকা।
শুভ রং: সাদা, ঘন নীল, আকাশি ও ফিরোজা।
এড়িয়ে চলুন: লাল, মেরুন ও গোলাপি।
শুভ সংখ্যা: ৪, ৭ ও ৯।
এড়িয়ে চলুন:৫ ও ৮। |
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে বৃহস্পতি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বাদশে রবির, বুধ, মঙ্গল ও কেতুর সঙ্গে একত্রে থাকার জন্য কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা বাড়লেও মানসিক দ্বন্দ্ব কাজের ক্ষতি করতে পারে। রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আর্থিক ভাবে অসুবিধের মধ্যে পড়তে পারেন। সন্তানের আচরণ দুশ্চিন্তায় ফেলতে পারে। বাবার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। দীর্ঘ দিনের আইনি সমস্যার সমাধানের সম্ভাবনা হতে পারে। হঠকারিতা প্রেমে দূরত্ব বাড়াতে পারে। দাম্পত্যে শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মাথা অথবা বুকে কোনও সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
রবিবারের রাশি: বৃষ।
নক্ষত্র: রোহিণী।
শুভ রং: হলুদ, সোনালি, কমলা ও লাল।
এড়িয়ে চলুন:নীল, বেগুনি ও সবুজ।
শুভ সংখ্যা: ৫, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮। |
এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে বৃহস্পতি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করার জন্য কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগের সুযোগ আসতে পারে। বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য নতুন কোনও লগ্নি করা ঠিক নয়। বোনের দ্বারা কোনও সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। মায়ের আঘাতজনিত সমস্যার আশঙ্কা থাকবে। প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপ্রবণ হতে পারেন। দাম্পত্যে ঠান্ডা লড়াই মেটার সম্ভাবনা থাকবে। চর্মরোগ ও শ্বাসের কষ্ট ভোগাতে পারে। |
|
|
|
সোমবারের রাশি: মিথুন।
নক্ষত্র: মৃগশিরা।
শুভ রং: সাদা, কালো, বাদামি ও সবুজ।
এড়িয়ে চলুন: ঘন নীল, কমলা ও লেমন।
শুভ সংখ্যা: ১, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৫। |
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং রাশির একাদশে মঙ্গল, রবি, বুধ ও কেতুর সঙ্গে অবস্থান করায় কর্মক্ষেত্রে মেজাজকে আরও সংযত রাখা উচিত। পরিকাঠামো নির্মাণকারী এবং নির্মাণসামগ্রী সরবরাহকারীদের জন্য উপার্জন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ভাই বা বোনের ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে উভয়ের পরিচিত কোনও বন্ধুবেশীর শত্রুতায় ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দাম্পত্যে কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। গলা বা কানে কোনও সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
মঙ্গলবারের রাশি: মিথুন।
নক্ষত্র: আর্দ্রা।
শুভ রং: সবুজ, লাল, হলুদ ও সোনালি।
এড়িয়ে চলুন: কালো, বাদামি ও আকাশি।
শুভ সংখ্যা: ৩, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪। |
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে থাকায় এবং রাশির পঞ্চমে রাহুর শনির সঙ্গে অবস্থান করায় চাকরিজীবীদের জন্য কোনও কূটনৈতিক চাল সফল হতে পারে। প্রশাসনিক কর্মের সঙ্গে জড়িতরা কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক কাজের সুযোগ পেতে পারেন। সন্তানের ব্যবহারে বিচলিত হতে পারেন। ভাইয়ের মধ্যস্থতায় সংসারে শান্তি বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা। প্রেমের ক্ষেত্রে ইগো বাধা হয়ে দাঁড়াতে পারে। সাধারণ কোনও বিষয়কে কেন্দ্র করে দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। দীর্ঘ দিনের কোনও ঘা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। |
|
|
|
বুধবারের রাশি: মিথুন।
নক্ষত্র: পুনর্বসু।
শুভ রং: সাদা, সবুজ ও হলুদ।
এড়িয়ে চলুন: মেরুন, ঘন লাল ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ১। |
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে বৃহস্পতির, শুক্র, রবি ও বুধের সঙ্গে একযোগে থাকার জন্য কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকের সুনজর থেকে বঞ্চিত হতে পারেন। শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরা কোনও আইনি সমস্যায় পড়তে পারেন। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের মানসিক অস্থিরতা উদ্বেগ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে যুক্ত কোনও বিবাহিতের প্রতি মানসিক আকর্ষণ বাড়তে পারে। দাম্পত্যে দীর্ঘ দিনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। লিভার ও হার্টের সমস্যায় সতর্ক হোন। |
|
|
|
বৃহস্পতিবারের রাশি: কর্কট।
নক্ষত্র: পুষ্যা। শুভ রং: হলুদ, কালো, লেমন ও কমলা।
এড়িয়ে চলুন: সবুজ, স্টিল গ্রে ও আকাশি।
শুভ সংখ্যা: ২, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১।
|
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে শনির, রাহুর সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত ভাবে কোনও শুভ যোগাযোগ আসতে পারে। লৌহব্যবসার সঙ্গে যুক্তদের উপার্জন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা হতে পারে। বাবার ভুল চিকিৎসার আশঙ্কা হতে পারে। বিবাহ-বর্হিভূত কোনও শারীরিক সম্পর্কে জড়াতে পারেন। দাম্পত্যে কোনও পারিবারিক ঝামেলা মেটাতে পারেন। শিরদাঁড়া ও অবসাদজনিত সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
শুক্রবারের রাশি: কর্কট।
নক্ষত্র: অশ্লেষা।
শুভ রং: কালো, ঘন নীল, আকাশি ও সাদা।
এড়িয়ে চলুন: সবুজ, হলুদ ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১ ও ৪।
এড়িয়ে চলুন: ৩ ও ৬। |
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির একাদশে বুধের, রবি, বৃহস্পতি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করায় রাজনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শেয়ার মার্কেট অথবা আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিক ভাবে লাভবান হতে পারেন। প্রতিবেশীর কোনও ঝামেলা বাড়িতে ছাপ ফেলতে পারে। অসমবয়সীর প্রেমে হাবুডুবু খেতে পারেন। দাম্পত্যে তৃতীয় কোনও ব্যক্তির কারণে সাময়িক ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ফুসফুস বা গলায় কোনও সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|