খড়্গপুরে উদ্ধার গোসাপ, ধৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিরল প্রজাতির গোসাপ-সহ দু’জনকে গ্রেফতার করল বন দফতর। উদ্ধার হয়েছে ৪টি জীবন্ত গোসাপ এবং ১টি মরা গোসাপ। এগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে খড়্গপুর লোকাল থানার এলাকার কাশীজোড়ায় হিজলির রেঞ্জ অফিসার অনিন্দ্য গুহঠাকুরতার নেতৃত্বে বন দফতর তল্লাশি চালালে এগুলো উদ্ধার হয়। দু’জন ব্যক্তি মোটরবাইকে জালের মধ্যে করে এই গোসাপগুলো পাচার করছিলেন। ধৃতদের নাম জয়দেব সাঁতরা এবং রাজেশ ভক্তা। বাড়ি লোকাল থানা এলাকারই পালঝারি গ্রামে। প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, এই এলাকায় গোসাপ পাচারের জন্য একটি দুষ্টচক্র সক্রিয় রয়েছে। এগুলো ঠিক কোন এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোন এলাকায় পাচার করার কথা ছিলতদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। |
|
বন দফতরের তল্লাশিতে উদ্ধার হওয়া গোসাপ।—নিজস্ব চিত্র। |
ধৃত দু’জনকে শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। বন্যপ্রাণী সুরক্ষা আইনেই এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আদালত জামিনের আবেদন খারিজ করে ২৪ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। উদ্ধার হওয়া ৪টি জীবন্ত গোসাপকে জঙ্গলে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “উদ্ধার হওয়া গোসাপগুলো এক-একটি প্রায় পাঁচ ফুট লম্বা। ক’দিন ধরেই খবর আসছিল, ওই এলাকায় গোসাপ পাচার হচ্ছে। নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে তল্লাশি চালানো হয়। সেই সময়ই গোসাপগুলো উদ্ধার হয়।” উদ্ধার হওয়া গোসাপগুলো বন দফতরের কাছে ‘লার্জ বেঙ্গল মনিটর লিজার্ড’ নামে পরিচিত। আপাতত, এগুলো হিজলি রেঞ্জ অফিসে রয়েছে। বন দফতর জানিয়েছে, আদালতের নির্দেশ মতো এগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। |
|