|
|
|
|
|
|
জিতল কলকাতা |
নিজস্ব প্রতিবেদন |
ইন্ডোর কোর্টে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। অংশগ্রহণ করেছিল ১৬টি জেলা ৩২ জন খেলোয়াড়। আয়োজন করেছিল বেতড় ব্যায়াম সমিতি। ফাইনালে জিতল কলকাতা জেলা দল।
বেতড় ব্যায়াম সমিতির সচিব জয়দেব রায় জানান, হাওড়ায় কোনও ইন্ডোর ব্যাডমিন্টন কোর্ট ছিল না। প্রাক্তন খেলোড়ার মনোতোষ মণ্ডলের উদ্যোগ ইন্ডোর কোর্ট তৈরি হয়। তিনি প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রথম সেমিফাইনালে হাওড়ার সঞ্জয় দাস ও বাপন দাস জুটি হাওড়ারই সুমন দাস ও সুমার্থ দেবনাথ জুটিকে ২১-১৫, ২১-১০ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে। কিন্তু তাঁরা ফাইনালে কলকাতার সোমনাথ সিংহ এবং রুমেল পাল জুটির কাছে ২১-১২, ২১-৮ পয়েন্টে হেরে যায়।
|
|
রানার্স দলের অধিনায়ক সঞ্জয় দাস বলেন, “কলকাতা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে।” সংগঠনের অন্যতম কর্ণধার অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, “এখানে খুদেরা প্রশিক্ষণ নেয়। এই প্রতিযোগিতা দেখে তাদের উৎসাহ বাড়বে।”
চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি, ক্রীড়া সরঞ্জাম ও নগদ অর্থ দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্যাডমিন্টনে প্রাক্তন জেলা চ্যাম্পিয়ন শক্তি সরকার। |
|
|
|
|
|