ফ্ল্যাট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তিলজলার কংগ্রেস নেতা চুন্নু মিয়া। তদন্তকারী অফিসারেরা জানায়, টাকা নিয়েও ফ্ল্যাট না-দেওয়ার অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থেকে জাফর ফাতনি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জাফর একটি সংবাদপত্রের কর্মী ছিলেন। ওই সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কয়েক জনের কাছ থেকে টাকা নেন। বিজ্ঞাপন না-বেরোনোয় বিজ্ঞাপনদাতারা সংবাদপত্রের দফতরে অভিযোগ জানান। সংবাদপত্রের তরফে বিষয়টি জানানো হয় নিউ মার্কেট থানায়।
|
বাংলাদেশের দুই নাবালিকাকে বুধবার বাবুঘাট থেকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৬ জনকে ওই দিনই সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে মহম্মদ রাইহান গাজি এবং সুমি খান বাংলাদেশের বাসিন্দা। বাকিরা হলেন দমদমের বাসিন্দা সঞ্জয় সাহা ও তাঁর স্ত্রী টুম্পা সাহা, হাওড়া শিবপুরের কল্যাণ মাইতি এবং স্নেহা হালদার। পুলিশ জানিয়েছে, ওই দুই নাবালিকাকে নিয়ে তাঁরা বাবুঘাটে ওড়িশার বাস যেখান থেকে ছাড়ে, সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। বাংলাদেশ থেকে ওই দুই নাবালিকাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।
|
ধাপার কাছে গুলশন পার্কে একটি মাঠে জমে থাকা প্লাস্টিকের স্তূপে শুক্রবার দুপুরে হঠাত্ই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ খতিয়ে দেখছে দমকল।
|
উল্টোডাঙা উড়ালপুল ভেঙে পড়ার দু’মাস পেরোনোর পরে শেষ পর্যন্ত শুক্রবার জোরকদমে শুরু হল খালে পড়ে থাকা ডেক সরানোর কাজ। ১৫-২০ জন শ্রমিক মিলে কাজ শুরু করেছেন। ডেকের ছাঁট লোহা কিনে নেওয়ার বরাত পেয়েছে বেলুড়ের একটি সংস্থা। বর্ষা আসার আগেই খালটি পরিষ্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। |