নলহাটিতে স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
প্রস্তাবিত পলিটেকনিক কলেজ তৈরি করার জন্য নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলের পুরনো হস্টেল ভাঙার কাজ চলছে। শুক্রবার সেই কাজ ঘিরে বেশ কিছু আপত্তি তুলে স্কুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশ। অভিযোগ, প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদকের যোগসাজস করে হস্টেলের পুরনো জিনিসপত্রের কিছু অংশ বাইরে বিক্রি করে দিচ্ছেন। বিক্ষোভকারীরা পুরনো মালপত্রের নিলাম বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রধান শিক্ষক ওয়ালিমোল্লা বলেন, “বিডিওর নির্দেশে একটি ঠিকাদার সংস্থা ওই কাজ করছে। কিছু জিনিস স্কুলে পৌঁছচ্ছে না বলে খবর পেয়ে আমরা বিডিওকে তা জানিয়েওছি। বিডিও আমাদের নিশ্চিত করেছেন, সব মালপত্রই স্কুলে পৌঁছে যাবে। তবে নিলাম বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক করেছি, বিডিওর সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানো হবে।”
|
বোমা ফেটে জখম দুই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
৮ নম্বর ওয়ার্ডের রাজীবপল্লি এলাকায় শুক্রবার সকালে বোমা ফেটে জখম হলেন মহিলা-সহ দু’জন। আহতদের মধ্যে পিন্টু শেখ নামে এক যুবককে রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। রামপুরহাট হাসপাতালে আহত ছন্দা মণ্ডল বলেন, “পুকুর সংলগ্ন জলের পাইপ লাইনে সাপ দেখতে পাই। ওই সাপ তাড়াবার জন্য অনেকে চেষ্টা করছিলেন। সেই সময় আচমকা পাইপের ভিতরে থাকা বোমা ফেটে যায়।” কে বা কারা ওখানে বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সাঁইথিয়া, নলহাটি-সহ জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন আলু ব্যবসায়ী ও আলু চাষিরা। জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীনবন্ধু মণ্ডল বলেন, “এমনিতে চাষি ও ব্যবসাসীদের দূরবস্থা চলছে। তার উপরে কুইন্টাল প্রতি ১৯ টাকা করে ভাড়া বাড়ানো হল।” সাঁইথিয়ায় ঘণ্টাখানেক অবরোধ চলে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
|
প্রতিশ্রুতি মতো তিন বার জল দেওয়া হয় না। বিভিন্ন ট্যাপকল থেকে নোংরা জল পড়ছে। বাড়িতে জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। এই সব নানা অভিযোগে বুধবার সাঁইথিয়া পুরসভায় স্মারকলিপি দিয়েছে শহর তৃণমূল। তারা ৮ দফা দাবি জানিয়েছে। পুরপ্রধান বাইরে থাকায় উপপুরপ্রধান অনিতা সরকার স্মারকলিপি নেন। তাঁর পাল্টা অভিযোগ, “অধিকাংশ দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” |