নিরাপত্তার কথা ভেবে পাক তীর্থযাত্রীদের ভারতে না আসার পরামর্শ দিয়েছেন ভারতীয় ডেপুটি হাই-কমিশনার গোপাল বাগলে, এমনটাই দাবি করল পাকিস্তান সরকার। ১৩ থেকে ২৩ মে অজমেরের মইনুদ্দিন চিস্তির বার্ষিক উৎসবে এ বছরেও পাকিস্তানি তীর্থযাত্রীদের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সর্বজিতের মৃত্যুর পর ভারতের মাটিতে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শুক্রবার জানান, ভারতের পক্ষ থেকে গোপাল বাগলে একটি বৈঠকে কার্যত স্বীকার করে নিয়েছেন, পাক তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্ব সরকারের পক্ষে নেওয়া সম্ভব নয়। তাই এ বছর অজমেরে পাকিস্তান থেকে কাউকে আসতে নিষেধ করা হয়েছে।
|
বরিস জনসন লন্ডনের মেয়র। আবার ভারতের জামাই-ও বটে। একটি অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, লন্ডন থেকে ভারত যাওয়ার আরও অনেক বেশি সংখ্যক বিমান চলাচল করা উচিত। তবে সরাসরি কলকাতা পর্যন্ত বিমান পরিবহণ ফের চালু করা নিয়ে কিছু বলেননি তিনি।
|