টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যুতে অবরোধ, নাকাল মানুষ
পৃথক দু’টি দুর্ঘটনায় বৃহস্পতিবার দুই মহিলার মৃত্যুতে উত্তেজনা ছাড়ল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ও হিঙ্গলগঞ্জে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। দু’টি ঘটনায় গাড়ির চালক-সহ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার হাবরায় একটি বিয়ে বাড়ি থেকে অটোয় ফিরছিলেন বাদুড়িয়ার মাগুরখালি গ্রামের কয়েকজন বাসিন্দা। জসাইকাটি-আটঘরা পঞ্চায়েতের কাছে রাস্তার উপরে পড়ে থাকা বালি ও পাথরে চাকা পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে গেলে কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। নমিতা বিশ্বাসের (২৪) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯টা নাগাদ গ্রামবাসীরা পথ অবরোধ করেন। বন্ধ হয়ে যায় খোলাপোতা-মসলন্দপুরের মধ্যে যান চলাচল। তাঁদের অভিযোগ, রাস্তায় যত্রতত্র বালি ফেলে রাখার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয় না। পরে পুলিশের প্রতিশ্রুতিতে বেলা ১১টা নাগাদ অবরোধ ওঠে ওই দিন রাতেই হিঙ্গলগঞ্জের দুলদুলিতে গাড়ির ধাক্কায় অটো উল্টে অটোচালক ও এক যাত্রী গুরুতর জখম হন। তুলসী গাইন (৪৫) নামে ওই যাত্রীকে সান্ডেলেরবিল হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তিনি মারা যান। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে যোগেশগঞ্জ বাজারে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ১১টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।

মৃত দলীয় কর্মীর বাড়িতে মকুল
মৃত রফিকের পরিবারের সঙ্গে কথা বলছেন মুকুল রায়।—নিজস্ব চিত্র।
পানিহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার পথে ম্যাটাডর উল্টে মৃত্যু হয়েছিল রফিক মিস্ত্রি (২২) নামে এক তৃণমূল সমর্থকের। দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও ২৫ জন। উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় বারাসত-টাকি রোডে ৪ মে বিকালে ওই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ফলদি-বেলিয়াঘাটায় ওই মৃত দলীয় কর্মী রফিকের বাড়ি যান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। নিহতের পরিবারের হাতে ২৫ হাজার টাকার অর্থ সাহায্যও তুলে দেন তিনি।

পুরনো খবর:

নাবালিকাকে ধর্ষণ ও পাচারের চেষ্টা, গ্রেফতার যুবক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণ এবং তারপর তাকে ভিন রাজ্যে বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই নাবালিকা তার মা বাবাকে সঙ্গে নিয়ে বসিরহাট থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, এক কিশোরীকে পাচারের অভিযোগে মা ও মেয়েকে গণধোলাই দিয়ে বসিরহাট পুলিশের হাতে তুলে দিল জনতা। এই দুটি ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়ায় বসিরহাট থানায়। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “দণ্ডিরহাটের বাসিন্দা বাবু সাহাজির খোঁজ চলছে। অন্যদিকে কচুয়া থেকে বিলকিস বিবি ও তার মা মাসুরা বিবিকে গ্রেফতার করা হয়েছে।”

প্রেমের অভিনয় করে চুরি, ধৃত যুবক
প্রেমের অভিনয় করে কলকাতার যৌনপল্লির এক মহিলার বিশ্বাস অর্জন করেছিল চন্দ্রদীপ ওরফে নন্দ কর। তাঁকে সত্যিই ভালবাসে ভেবে ওই মহিলা চন্দ্রদীপের হাতে তুলে দিয়েছিলেন বাড়ির চাবি। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই ওই মহিলার টাকাকড়ি, গয়নাগাটি সব হাতিয়ে নেয় চন্দ্রদীপ। পালিয়ে আসে বসিরহাটে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বসিরহাটেই পুলিশের হাতে ধরা পড়ল সে। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “চন্দ্রদীপ বসিরহাটের ষষ্ঠী বটতলার বাসিন্দা। যৌনপল্লির ওই মহিলার নগদ প্রায় ২ লক্ষ টাকা ও সাত ভরি সোনার অলঙ্কার-সহ অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে কলকাতার বটতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রতারণা, ধৃত ১
পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিঠুন চৌধুরী। বাড়ি কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুর গ্রামে। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৪৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন স্বরূপনগরের হঠাৎগঞ্জের বাসিন্দা মৃন্ময় সাহা। অভিযোগ পেয়ে বুধবার রাতে মিঠুনকে পুলিশ গ্রেফতার করে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মন্দিরবাজারের গাববেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীরব্রত চট্টোপাধ্যায় (৪৫)। বাড়ি ওই এলাকায়। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে বাড়িতে পাম্প মেরামত করছিলেন সমীরবাবু। ওই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

জুট মিলে দেহ
জুট মিলের থেকে মিলের এক ট্রাক চালকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার করল পুলিশ। নিহতের নাম ধরধরণ সিংহ (৫০)। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলের এই ঘটনায় বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা দেহটি দেখতে পান। পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ধরধরণবাবু বিহারের গোরক্ষপুরের বাসিন্দা। শেওড়াফুলিতে তিনি ও ট্রাকের খালাসি একটি বাড়ি ভাড়া করে থাকতেন। ঘটনার পর থেকে খালাসি পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক গাছে ধাক্কা মারায় মৃত্যু হল এক যুবকের। বুধবার রাতে কাকদ্বীপের পাথরপ্রতিমা-কাকদ্বীপ রোডে স্কুল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সুমন মণ্ডল (২৬)। বাড়ি কাকদ্বীপের গোবিন্দরামপুর গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.