টিএমসিপি ও সিপি সমর্থকদের মধ্যে মারামারি হল দেগঙ্গার চন্দ্রকেতুগড় শহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে। শনিবার দুপুরে ওই ঘটনায় আহত হন দু’জন ছাত্র। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজে বয়েজ কমন রুম তৈরি-সহ তিনটি দাবিতে অবস্থান বিক্ষোভ করছিল সিপির সমর্থকেরা। টিএমসিপির কয়েক জন সদস্য কলেজে ঢুকলে সংঘর্ষ বেধে যায়। টিএমসিপির দাবি, অধ্যাপকদের ঘরের বিদ্যুতের লাইন কেটে দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল। তাই তারা বিক্ষোভকারীদের বোঝাতে গিয়েছিলেন। যদিও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সিপি। কলেজ চত্বরে বসানো হয়েছে পুলিশ পিকেট। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদেষ্ণা বিশ্বাস বলেন, “গোলমালের খবর পেয়ে পুলিশকে জানাই। ছাত্রদের দাবির বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।”
|
পানিহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার পথে ম্যাটাডোর উল্টে মৃত্যু হল এক তৃণমূল সমর্থকের। শনিবার বিকেলে, উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় বারাসত-টাকি রোডে। পুলিশ জানিয়েছে, মৃত রফিক মিস্ত্রির (২২) বাড়ি ফলদি-বেলিয়াঘাটা এলাকায়। আহত হন আরও ২৫ জন। তাঁরা বারাসত জেলা হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে তিন জনকে কলকাতার হাসপাতালে সরানো হয়েছে। এ দিন ফলদি-বেলিয়াঘাটা এলাকা থেকে ম্যাটাডোরে চেপে ওই তৃণমূল সমর্থকেরা সভায় যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি উল্টে যায়। আহতদের দেখতে রাতে বারাসত হাসপাতালে যান তৃণমূলের বেশ কিছু নেতা-মন্ত্রী।
|
রেললাইনের পাশ থেকে যুবক যুবতীর দেহ উদ্ধার করল বসিরহাট জিআরপি। শনিবার সকালে বসিরহাটের পশ্চিম দণ্ডীরহাট মিস্ত্রিপাড়ার কাছে দেহ দু’টি মেলে। মৃতদের নাম রিঙ্কি রায় (১৮) এবং সমীর মণ্ডল (১৮)। তাঁদের বাড়ি বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায়। রেল পুলিশের এক কর্তা বলেন, “মৃতেরা দু’জনেই বিবাহিত। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই তাঁরা ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন বলে আমাদের অনুমান।’’ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য এ দিনই বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।
|
আরামবাগের সাহাপুরের পিরনগর শরিফের মৌলানা আব্দুল আজিজ শনিবার দুপুরে প্রয়াত হয়েছেন। পরিবারের দাবি, তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। তাঁর নাতি পিরজাদা মহেবুল্লা হুসাইনি জানান, পিরসাহেব নামেই জনপ্রিয় ছিলেন আজিজ সাহেব। সোমবার দুপুরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। |