সড়কপথে সিঙ্গুর থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে মৃত্যু হল পাঁচ জনের। অন্ধ্রের গোদাবরী জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে চার জন একই পরিবারের। অন্য জন ওই গাড়িরই চালক।
সিঙ্গুরের বড়া দাসপাড়ার বাসিন্দা রঞ্জিত কোলের গয়নার দোকান আছে সেকেন্দ্রাবাদে। ব্যবসার সূত্রে সপরিবার অন্ধ্রপ্রদেশেই থাকেন রঞ্জিতবাবু। সম্প্রতি সকলে সিঙ্গুরের বাড়িতে এসেছিলেন। বুধবার গাড়ি করে অন্ধ্রে ফিরছিলেন তাঁরা। পথে গোদাবরী জেলার দেনদুলুরু থানার আলুরা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত কোলে (৪০), তাঁর স্ত্রী কাকলি (৩০), দুই ছেলে মনোজিৎ (১৬) ও প্রসেনজিৎ (৯)। মৃত গাড়ি চালকের নাম স্বপন মহাপাত্র। স্বপনবাবুর স্ত্রী মালতী মহাপাত্র বড়া পঞ্চায়েতের সদস্যা।
দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা অন্ধ্রপ্রদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। সরকারি তত্ত্বাবধানে বিমানে করে তাঁদের মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা হয়।
বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তা অমিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা অন্ধ্রপ্রদেশের পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ময়নাতদন্তের তদারকি থেকে দেহ যাতে নির্বিঘ্নে বিমানে ফিরতে পারে, যাবতীয় আয়োজনই সরকারি ভাবেই করা হয়েছে।” |