হাওড়া সদর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণার পরের দিনই অর্থাৎ শনিবার সর্বদল বৈঠক করলেন হাওড়ার জেলাশাসক। আচমকা নির্বাচন ঘোষণায় কংগ্রেস বাদে সব দলই কিছুটা অস্বস্তিতে পড়েছে বলে জেলাশাসক শান্তনু বসুকে জানিয়েছে তাদের প্রতিনিধিরা। সব দলেরই দাবি, নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে হবে। জেলাশাসক নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিলেও কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, সে বিষয়ে কিছু জানাননি।
এই কেন্দ্রের তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন গত ২৫ এপ্রিল। ৩ মে নির্বাচন কমিশন ঘোষণা করে ২ জুন এখানে উপনির্বাচন হবে। তৃণমূল প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছে ইতিমধ্যেই। তবে অন্য কোনও দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।
এ দিন বেলা ১২টা নাগাদ জেলাশাসকের বাংলোয় সর্বদল বৈঠক বসে। সেখানে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, বামফ্রন্টের তরফে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অরূপ রায়, কংগ্রেসের জেলা সম্পাদক সৌমেন দে, বিজেপির জেলা সম্পাদক বরুণ সরকার। বৈঠকে জেলাশাসক জানান, হাওড়া জেলায় নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে।
বৈঠকের পর কংগ্রেসের সৌমেনবাবু বলেন, “নির্বাচন তো হতই। একটু আগে হচ্ছে, তাতে সমস্যা কোথায়।” তবে তড়িঘড়ি নির্বাচন ঘোষিত হওয়ায় একটু সমস্যায় পড়তে হয়েছে বলে মন্তব্য করেন সিপিএম, তৃণমূল ও বিজেপির নেতারা। |