|
|
|
|
মারাই গেলেন বন্দি সানাউল্লা |
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
বেশ কয়েক দিন ধরেই কোমায় আচ্ছন্ন ছিলেন। দিন দিন অবস্থার অবনতিও হচ্ছিল। বৃহস্পতিবার সকালে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর) হাসপাতালে মারা গেলেন পাক বন্দি সানাউল্লা রাঞ্জে। পিজিএমআইআর-এর মুখপাত্র বলেন, “সানাউল্লাকে যখন এখানে আনা হয়, তখনই তাঁর মস্তিষ্কের মৃত্যু (ব্রেন ডেথ) হয়ে গিয়েছিল। সানাউল্লার দেহের একাধিক অঙ্গ বিকল হয়ে আজ সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়।” পাকিস্তানের দাবি মেনে ময়না-তদন্তের পরে সানাউল্লার দেহ ফিরিয়ে দেওয়া হয়।
সানাউল্লার মৃত্যুর ঘটনায় প্রথমে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল ইসলামাবাদ। দিল্লি সেই দাবি উড়িয়ে দেওয়ার পরে পাক হাই কমিশনারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, “আশা করি, ভারত এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তে চালাবে।” ভারতের বিভিন্ন জেলে বন্দি যে ৪৭ জন পাক নাগরিকের সাজার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তির দাবিও তুলেছে পাকিস্তান। সানাউল্লার মৃত্যুর প্রতিবাদে জম্মুর কোট বালওয়াল জেলের (যেখানে সানাউল্লা বন্দি ছিলেন) অন্য পাক বন্দিরা অনশন শুরু করেছেন।
১৯৯৪ সালে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের কাছে এক বিস্ফোরণে যুক্ত থাকার জন্য ১৯৯৯ সালে টাডা আইনে গ্রেফতার করা হয় সানাউল্লাকে। এই হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। দিন কয়েক আগে লাহৌরের কোট লাখপত জেলে ভারতীয় বন্দি সর্বজিৎ সিংহ বন্দিদের হামলায় গুরুতর জখম হন। ২ মে হাসপাতালে মারা যান তিনি। পরের দিন, অর্থাৎ ৩ মে, কোট বালওয়াল জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সানাউল্লার উপরে হামলা চালায় এক ভারতীয় বন্দি। গুরুতর জখম হন বছর বাহান্নর এই পাক বন্দি। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে আনা হয় পিজিআইএমইআর-এ। |
|
সানাউল্লার দেহ নিয়ে হাসপাতাল থেকে বিমানবন্দরের
পথে অ্যাম্বুল্যান্স। বৃহস্পতিবার চণ্ডীগড়ে পিটিআইয়ের ছবি। |
হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ওয়াই কে বার্তার নেতৃত্বাধীন চিকিৎসক দলটি সানাউল্লাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। সানাউল্লার মৃত্যুতে টুইট করে তাঁর পরিবারের কাছে ক্ষমা চান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বলেন, এই ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
ময়না-তদন্তের পরে সানাউল্লার দেহ পাক দূতাবাসের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান থেকে বিশেষ বিমান পাঠানো হয়েছিল। দিন কয়েক আগে সানাউল্লাকে দেখতে ভারতে এসেছিলেন তাঁর দুই আত্মীয়। আজ দেহ নিয়ে ফিরে যান তাঁরা।
|
পুরনো খবর: জম্মুর জেলে এ বার আক্রান্ত পাক বন্দি, অস্বস্তিতে ভারতও |
|
|
|
|
|