টুকরো খবর
ইমরানের ভোট দেওয়া হবে না
আগামী সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন, ভাঙা পাঁজর এবং মেরুদণ্ডে চিড় নিয়ে শওকত খানুম হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইমরান। এবং এই ধরনের আঘাতে মূল ওষুধ হল পূর্ণ বিশ্রাম। তাই হাসপাতাল থেকে মিয়ানওয়ালিতে সফর করতে পারবেন না তিনি। উল্লেখ্য, এই মিয়ানওয়ালিতেই ভোট দেওয়ার কথা ছিল তেহরিক-ই-ইনসাফ প্রধানের। তবে চিকিৎসকদের বয়ান থেকে পরিষ্কার, হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না ইমরান।

পুরনো খবর:
সাত সন্তান, তাই জরিমানা চিনে
আগেই তাঁর প্রচুর ছবি বাতিল করে চিন সরকার। তা ছাড়াও, তাঁকে নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক। চিনের স্থানীয় সংবাদপত্র অনুযায়ী, প্রচুর মহিলাদের সঙ্গে ছিল তাঁর অবৈধ সম্পর্ক। এ বার সাত-সাতটি সন্তানের বাবা হওয়ায় চিন সরকার চলচিত্র নির্দেশক জাং ইমউকে জরিমানা করল ২৬ লক্ষ ডলার। কমিউনিস্ট দলের মুখপাত্র জানান, চিনের পরিবার প্রকল্প অনুযায়ী একের বেশি সন্তান নেওয়া আইনত অপরাধ। সেখানে জাং ইমউ কি ভাবে এই আইন অমান্য করলেন, সেটাই প্রশ্নের।

মৃত্যু আলিঙ্গন
—নিজস্ব চিত্র
পরস্পর আলিঙ্গনে আবদ্ধ। কিন্তু কোমরের নীচ থেকে বাকি অংশ রয়েছে ধ্বংসস্তূপের তলায়। চোখের জল যেন রক্ত হয়ে গড়িয়ে পড়ছে যুবকটির চোখ থেকে। রক্তাক্ত দু’টি দেহে নেই প্রাণের স্পন্দনও। বাংলাদেশের ভেঙে পড়া বহুতল থেকে এমনই অবস্থায় উদ্ধার হওয়া এক দম্পতির মৃতদেহের ছবি প্রকাশিত হল বৃহস্পতিবার। একটি সাপ্তাহিক পত্রিকায় একটি প্রবন্ধের সঙ্গে প্রকাশিত হওয়ার পরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দ্রুত ছড়িয়ে পড়েছে সেটি। তসলিমা আখতার নামের এক বাংলাদেশি চিত্রগ্রাহক দাবি করেছেন, ছবিটি তাঁর তোলা। বুধবার সারা রাত কাজ চালিয়ে ৯৭টি মৃতদেহ পেয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আরও ৭৫টি মৃতদেহ উদ্ধার হওয়ার পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫১।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.