হাসপাতালের শয্যা থেকেই নিজের দল তেহরিক-ই-ইনসাফকে ভোটে জেতাতে পাকিস্তানের মানুষের কাছে আর্জি জানালেন প্রাক্তন ক্রিকেট তারকা তথা রাজনীতিক ইমরান খান। মঙ্গলবারই এক নির্বাচনী সভায় গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ইমরান। মঞ্চে ওঠার জন্য তৈরি কৃত্রিম লিফ্ট থেকে পড়ে গিয়ে মাথায়, ঘাড়ে চোট পান তিনি। গুরুতর জখম অবস্থায় ইমরানকে শওকত খানুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেরই আইসিইউ বিভাগের শয্যা থেকে বুধবার সকালে এক সাক্ষাৎকারে ইমরান পাকিস্তানের জনগণের উদ্দেশে বলেন, “ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পাকিস্তানকে কলুষিত করে তুলেছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে পাকিস্তানের মানুষকেই সচেষ্ট হতে হবে।” |
বাংলাদেশে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৩। দুর্ঘটনার ১৫ দিন পরে বুধবার দুপুর পর্যন্ত ৫১টি পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের তলায় আরও বহু দেহ আটকে আছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। ২৪ এপ্রিল ঢাকার কাছে সাভার এলাকায় ভেঙে পড়ে ‘রানা প্লাজা’ নামের এই বহুতলটি। আটকে পড়েন তিন হাজারেরও বেশি মানুষ। পুলিশ জানিয়েছে, বহুতলটির মালিক সোহেল রানা বেআইনি ভাবে বহুতলটি উঁচু করেছিলেন।
|
ছ’মাসের মধ্যে দ্বিতীয় বারের জন্য বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেল সিরিয়ার। গুগল-সহ অন্যান্য কিছু আন্তর্জাতিক ইন্টারনেট সংস্থার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে সাতটা থেকে হঠাৎই বন্ধ হয়ে যায় সারা দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা। দু’বছরের নিরবচ্ছিন্ন গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় গত বছরের নভেম্বর মাসেও একই ঘটনা ঘটেছিল।
|
কন্ট্রোল টাওয়ারের সঙ্গে জাহাজের ধাক্কায় মারা গেলেন অন্তত ৯ জন। ইতালির জেনোয়া বন্দরে ঘটনার সময় ৫০ মিটার উঁচু টাওয়ারটিতে ১৪ জন ছিলেন। বিশাল জাহাজটি ধাক্কা মারার পর টাওয়ার ভেঙে অনেকে সমুদ্রের ঠান্ডা জলে পড়ে যান। টাওয়ারের লিফটে আটকে পড়েন আরও অনেকে। |