হাওড়া জেলার আমতা থানার ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের অধীন ঘোষপুর গ্রামটি মূলরাস্তা ২ কিমি দূরে অবস্থিত। কৃষি প্রধান এই গ্রামে উন্নয়নের প্রধান অন্তরায় অপরিসর এবং ভগ্নপ্রায় রাস্তা। প্রতিদিন প্রাথমিক এবং হাইস্কুলের ছাত্র-ছাত্রীসহ পাশের বেশ কয়েকটি গ্রামের লোকেরা এই গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করেন। সামনে বর্ষায় রাস্তাটির অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। অবহেলিত এই গ্রামের রাস্তা সংস্কারের জন্য আমতা-১ ব্লকের কার্যনির্বাহী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি।
অমল চট্টোপাধ্যায়। ঘোষপুর, আমতা।
|
খানাখন্দে ভরা রাস্তা সারাই |
বহু পুরনো একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটি ডোমজুড় রোড নামে পরিচিত, বাউড়িয়া রেল স্টেশন থেকে শুরু হয়ে পাঁচলা চৌরাস্তা ছুঁয়ে ইরিগেশন বাংলোর গা ঘেঁষে এনএইচ-৬ রোডকে স্পর্শ করে ডোমজুড় চলে গেছে। ইরিগেশন বাংলো থেকে ধামাসিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘ ২৫ বছর রাস্তাটি খানা-খন্দে ভর্তি। পঞ্চায়েত দফতরকে বারে বারে বলেও কোনও কাজ হয়নি। এই রাস্তাটি সংস্কারের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হরিহর মণ্ডল। রঘুদেবপুর, উলুবেড়িয়া।
|
চাঁপদানি পুরসভার অন্তর্গত কেজিআরএস পথের পাশে দু’টি পুকুর আছে। এর মধ্যে এই রাস্তায় পাতকুয়োতলায় অবস্থিত হনুমান মন্দিরের পেছনে পুকুরটির অবস্থা বেশ খারাপ। আগাছায় ভর্তি। এই পুকুরে নানা রকম নোংরা এবং আবর্জনাও ফেলা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে পুকুরটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কালীশঙ্কর মিত্র, ভদ্রেশ্বর, হুগলি।
|
হুগলি জেলার সোমড়া বাজার একটি জনবহুল রেল স্টেশন। প্রাচীন দেবদেউল এবং সবুজদ্বীপ পর্যটন কেন্দ্রের জন্যে স্টেশনে অনেক যাত্রীর সমাগম হয়, কিন্তু স্টেশনে কোনও শৌচাগার নেই। ফলে যাত্রীদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। অবিলম্বে স্টেশনে শৌচাগার প্রয়োজন। রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
অশোক কুমার কর্মকার। সোমড়া বাজার, হুগলি। |