টুকরো খবর
দিল্লিতে ফিরছে কংগ্রেস, দাবি প্রদীপের
আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বুধবার নদিয়ার হরিণঘাটায় কংগ্রেসের এক সভায় তিনি বলেন, “কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছে। আগামী দিনে সোনিয়া গাঁধি ও রাহুল গাঁধির নেতৃত্বে কেন্দ্রে কংগ্রেসেই সরকার গড়বে।” কেন্দ্রে তৃতীয় ফ্রন্টের ‘জল্পনা’ নিয়ে প্রদীপবাবু বলেন, “প্রকাশ কারাতরা তৃতীয় ফ্রন্ট গঠন করতে পারেননি। মমতাও পারবেন না।” এ দিনের সভায় গোড়া থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রদেশ নেতা। তিনি বলেন, “শিল্পপতিদের ডেকে এনে পিকনিক করলে শিল্প হয় না। মাত্র দু’বছরে মমতার মত কেউ জনপ্রিয়তা হারাননি।” সিপিএমের মত তৃণমূলও দলতন্ত্র তৈরি করছে দাবি করে তিনি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও লগ্নি সংস্থা বিতর্কে সিবিআই তদন্তের দাবি করেন। সভায় উপস্থিত শংকর সিংহও তৃণমূলের তীব্র সমালোচনা করেন। এ দিন নদিয়ার দুটি পঞ্চায়েতের কয়েকজন তৃণমূল নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।

চরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন
বাংলাদেশ সীমান্ত লাগোয়া চর এলাকায় বুধবার দু’টি সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের উদ্বোধন হল। মহকুমা শাসকের উপস্থিতিতে এ দিন রানিনগর-১ ব্লকের চর দৌলতপুর এলাকায় শালবোনা ও নিচু শালবোনা গ্রামে ওই কেন্দ্র দুটির উদ্বোধন। অনুষ্ঠানে এসডিও ছাড়াও হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের বাবলু আলম ও বিডিও প্রতুল ভুঁইয়া। এলাকায় বিদ্যুৎ, পানীয় জল সহ সমস্ত পরিষেবাই অমিল। তারমধ্যেই শিশু শিক্ষার জন্য অঙ্গনওয়ারি কেন্দ্র তৈরি হওয়ায় খুশি গ্রামের লোকজন। স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ মণ্ডল বলেন, “ঘরের ছেলেরা এ বার অন্তত বাড়ির পাশেই পড়ার সুযোগটুকু পাবে।” ডোমকলের মহকুমা শাসক প্রশান্ত অধিকারীর বক্তব্য, “এলাকার মানুষের দান করা জমিতেই বহুমুখী উন্নয়ন প্রকল্পে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে ওই কেন্দ্র দু’টি তৈরি হয়েছে।”

আত্মঘাতী শিক্ষক
শহর লাগোয়া পঞ্চাননতলার এলাকার ডন বসকো স্কুলের এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আবাসিক ওই স্কুলের নিজের ঘর থেকে বুধবার ভোরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের ওই শিক্ষক ফাদার জেকব (৫২) আদতে কেরলের বাসিন্দা। তিনি বহরমপুর সংশোধনাগারের আবাসিকদের বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ দিতেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদ থেকে জেকব আত্মঘাতী হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.