প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য
নিজস্ব সংবাদদাতা |
এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রীর উপেন ব্যানার্জি রোডে। মৃতের নাম ভদ্রেশ্বর মান্না (৫১)। তিনি পৈলানে একটি বেসরকারি সংস্থার সুপারভাইজার ছিলেন। এ দিন উপেন ব্যানার্জি রোডে একটি চারতলা আবাসনের পাশের একতলা বাড়িতে ভদ্রেশ্বরবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একতলা বাড়িটি তাঁর দাদা মদন মান্নার। ভদ্রেশ্বরবাবু থাকতেন ওই আবাসনের তিনতলায়। পুলিশ এবং মদনবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, পি-২৫২/এফ, উপেন ব্যানার্জি রোডের বাড়িটি ভদ্রেশ্বরবাবু বছর খানেক আগে প্রোমোটারের হাতে দেন। প্রোমোটারের থেকেই তিনি চারতলা ওই আবাসনের তিনতলায় ফ্ল্যাট পেয়েছিলেন। মদনবাবুর স্ত্রী ডলিদেবী জানান, এ দিন ভোরে স্থানীয় এক বাসিন্দা দেখেন, মদনবাবুর বাড়ির গ্রিলের সদর দরজার সামনে চাপ চাপ রক্ত। তিনি এক দোকানদারকে ঘটনাটি জানান। দোকানদার জানান মদনবাবুর এক ভাইপো সুনীলকে। সুনীল গিয়ে দেখেন, মিটার ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভদ্রেশ্বরবাবু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেন ভদ্রেশ্বরবাবু। তবে এটি আত্মহত্যা না ছাদ থেকে তিনি পড়ে গিয়েছিলেনন, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। ভদ্রেশ্বরবাবুর স্ত্রী লক্ষ্মীদেবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
|
কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটের জট খুলতে ৫৮টি দোকানের মালিককে দোতলায় তাঁদের প্রাপ্যের অতিরিক্ত ১২ শতাংশ করে জায়গা দেওয়া হবে। বুধবার পুর-প্রশাসন এবং ওই বাজারের প্রোমোটার বেঙ্গল শেল্টার গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সমস্যা মিটবে না বলে জানান বাজারের জনা কয়েক জুতো ব্যবসায়ী। পুরনো বাজারের একতলার ওই দোকান মালিকেরা দোতলায় যেতে নারাজ। অথচ একতলায় দেওয়ার মতো জায়গা নেই। মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ বলেন, “ওঁদের কথা ভেবেই বাড়তি জায়গা দিতে বলা হয়েছিল প্রোমোটারকে। এখন সব নির্ভর করবে দোকান মালিকদের উপরেই।” বেঙ্গল শেল্টারের এমডি সমর নাগ বলেন, “সমস্যা সমাধানে পুরসভা ওই দোকানদারদের বাড়তি জায়গা দেওয়ার অনুরোধ জানান। তাতেই রাজি হয়েছি।”
|
দুর্ঘটনায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক মহিলার। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এ জে সি বসু রোডে দীনেশ মজুমদার ভবনের কাছে একটি বাস তাঁকে ধাক্কা মারে বলে জানায় পুলিশ। হাসপাতালে ওই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। বাসটি আটক হয়। চালক পলাতক। এই ঘটনার জেরে কিছুক্ষণ পথ অবরোধ করেন এলাকাবাসীরা।
|
বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। বুধবার দুপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |