শেয়ার সংস্থার সাত কর্মীর জামিন নাকচ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসারকে প্রতারণার অভিযোগে শেয়ার বেচাকেনার সংস্থা ‘রেলিগেয়ার কমোডিটিস লিমিটেডের’ সাত কর্মীকে পুলিশ ও জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বর্ধমানের সিজেএম আদালত। মঙ্গলবার শহরের ঢলদিঘি এলাকার অফিস থেকে তাঁদের গ্রেফতার করেছিল পুলিশ। প্রিয়ব্রত গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যাঙ্ক অফিসারের অভিযোগ ছিল, টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে টাকা হাতান রেলিগেয়ার সংস্থার এক কর্মী। কিন্তু সুদ দেওয়া দূর, আসলের পুরো টাকাও ফেরত দিতে চাননি। রেলিগেয়ার অবশ্য বলেছে, তারা সেবি অনুমোদিত সংস্থা। বিশ্বনাথ দেবনাথ নামে যে কর্মীর বিরুদ্ধে প্রিয়ব্রতবাবুর থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, তিনি গত বছর মে মাসে চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ‘নির্দোষ’ কর্মীদের গ্রেফতার মেনে নেওয়া যায় না। ধৃত সাত জনের মধ্যে দু’জন মহিলা। তাঁদের জামিনের আবেদন নাকচ করে তিন দিন জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পাঁচ পুরুষ কর্মীকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
|
খাদির সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রদর্শনী হল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাঘরে। মঙ্গলবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার খাদি ও গ্রামীণ শিল্পীদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জয়ী ২৫ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক স্বপন বিশ্বাস প্রমুখ। |