সারদার ছায়ায় হাওড়ার ময়দানে শ্রীদীপ-সনাতন
ক জন ফুটবলার। এক ইঞ্জিনিয়ার। এবং এক আইনজীবী। হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ময়দানে তিন বড় দলের যোদ্ধারা প্রস্তুত! তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং হাওড়ার প্রাক্তন জেলা সম্পাদক শ্রীদীপ ভট্টাচার্যকে প্রার্থী করল সিপিএম। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়। শিবপুর বিই কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী শ্রীদীপবাবুর মতোই আইনজীবী সনাতনবাবুও হাওড়ার ভূমিপুত্র। অকাল ভোটে লড়তে নেমে দু’জনেরই ঘোষিত লক্ষ্য, রাজ্যে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর সংগ্রাম। কিন্তু ভিতরে ভিতরে দু’জনেরই প্রকৃত লড়াই, তৃণমূলের একাধিপত্য ভেঙে বিরোধী হিসাবে নিজেদের প্রাসঙ্গিকতা বাড়ানো।
সনাতন মুখোপাধ্যায়
শ্রীদীপ ভট্টাচার্য
বস্তুত, সারদা-কাণ্ডের ছায়ায় হাওড়ার এই উপনির্বাচনকে তৃণমূলের কঠিন পরীক্ষা ধরে নিয়েই নিজেদের পায়ের তলায় জমি তৈরি করতে চাইছে বাম এবং কংগ্রেস। সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পরে পারলৌকিক ক্রিয়া শেষ হওয়ার আগেই কেন উপনির্বাচন ঘোষণা করে দেওয়া হল, প্রশ্ন তুলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের মতে, সারদা-কাণ্ডে তারা অস্বস্তিতে আছে বলেই তৃণমূলের এই উষ্মা। চার বছর আগে লোকসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোটের কাছে বাম প্রার্থী স্বদেশ চক্রবর্তী হেরেছিলেন ৩৭ হাজার ৪৩২ ভোটে। তার পরে ২০১১-র বিধানসভা ভোটে হাওড়া লোকসভা কেন্দ্রের অধীন সাত আসনে তৃণমূলের জয়ের মোট ব্যবধান প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ভোট! বামেদের প্রাথমিক লক্ষ্য, এই বিশাল ব্যবধান যথাসম্ভব কমিয়ে এনে প্রাপ্ত ভোটের হারে ধস ঠেকানো। গত ফেব্রুয়ারিতে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটের হার আরও কমে গিয়েছিল বামেদের! হাওড়ায় তার পুনরাবৃত্তি ঠেকানোই বামেদের কাছে চ্যালেঞ্জ। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেবের আহ্বান, “তৃণমূল হারলে বিরাট কিছু এসে যাবে না। কিন্তু হাওড়ায় শ্রীদীপবাবুকে জিতিয়ে এবং মমতাকে হারিয়ে একটা বার্তা দিন যে, ওঁরা ঠিক পথে চলছেন না! তৃণমূল সমর্থকদের কাছেও আমাদের এই অনুরোধ।”
কংগ্রেসের উদ্দেশ্য, তৃণমূলের সঙ্গে জোট ছাড়া নিজেদের শক্তি যাচাই করে নেওয়া। ঠিক তেমনই তৃণমূলের পরীক্ষা, সারদার ছায়া অতিক্রম করা। সিপিএমের এক প্রবীণ নেতার কথায়, “আমাদের আমলেও সঞ্চয়িতার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় সমাজের অনেক উচ্চপদস্থ শ্রেণির কালো টাকা জড়িত ছিল। যা তখন প্রকাশ্যে আসেনি। কিন্তু সারদা-কাণ্ডে অজস্র গরিব মানুষ সর্বস্বান্ত হয়েছেন এবং তাঁদের ক্ষোভ গিয়ে পড়েছে শাসক দলের উপরে। এই পরিস্থিতিতেই ভোটটা হচ্ছে।”
প্রার্থী হিসাবে শ্রীদীপবাবু কতটা কার্যকর হবেন, তা নিয়ে সিপিএম তথা বামফ্রন্টের একাংশের মধ্যে অবশ্য প্রশ্ন আছে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর পছন্দের লোক হিসাবে তাঁর নামেই সিলমোহর পড়েছে দলে ও ফ্রন্টে। উপনির্বাচন নিয়ে হাওড়ায় দলের জেলা দফতরে কাল, বৃহস্পতিবার সাধারণ সভাতেও যাওয়ার কথা বুদ্ধবাবুর। আলিমুদ্দিনে এ দিন ফ্রন্ট বৈঠকের পরে শ্রীদীপবাবুর নাম ঘোষণা করে বিমানবাবু বলেছেন, লগ্নিসংস্থার কেলেঙ্কারি, সরকার পরিচালনায় তৃণমূলের সার্বিক ব্যর্থতা-সহ সাম্প্রতিক সব বিষয়ই তুলে ধরা হবে বাড়ি বাড়ি প্রচারে। মাথায় টুপি, মিতবাক, দলীয় মহলে তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত শ্রীদীপবাবু ইঞ্জিনিয়ারিং পাশ করেই সর্বক্ষণের কর্মী হয়েছিলেন সিপিএমের। এসএফআই, সিটু করেছেন। সেই সঙ্গেই শ্রীদীপবাবুর কথায়, “কলেজে পড়ার সময় থেকেই বিজ্ঞান আন্দোলন করেছি। প্রায় ১৪ বছর যুক্ত ছিলাম বিজ্ঞান মঞ্চের সঙ্গে।”
এআইসিসি-র তরফে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ভারপাপ্ত নেতা শাকিল আহমেদ জানিয়েছেন, প্রদেশ নেতৃত্বের পাঠানো পাঁচটি নামের মধ্যে বেছে নেওয়া হয়েছে বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান সনাতনবাবুকেই। প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার কথায়, “ফৌজদারি মামলায় যে কয়েক জন নামকরা আইনজীবী আছেন, তার মধ্যে সনাতনবাবু উল্লেখযোগ্য। হাওড়ার অলিতে-গলিতে ওঁর মক্কেল। উনি হাওড়ার ভূমিপুত্র। কংগ্রেস এ বারের ভোটে ঝড় তুলবে!” নিজের পেশা সংক্রান্ত নির্বাচন ছাড়া ভোটের ময়দানে আগে কখনও নামেননি সনাতনবাবু। এখন তাঁর লক্ষ্য, “এই ভোট-যুদ্ধের মধ্যে দিয়ে রাজ্যে গণতন্ত্র ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব।” প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য দিল্লি থেকে জানান, দু-এক দিনের মধ্যেই তাঁদের প্রচার কর্মসূচি চূড়ান্ত হবে। শ্রীদীপবাবু এ দিনই পাঁচলার পানিয়াড়া থেকে প্রচার শুরু করে দিয়েছেন। তৃণমূল প্রার্থী প্রসূনবাবু প্রচারে নেমেছেন আগেই। হাওড়ায় প্রার্থী দেবে বিজেপি-ও। প্রার্থী হিসাবে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম বিবেচনায় আছে। প্রার্থীর নাম চূড়ান্ত করতে কাল, বৃহস্পতিবার বৈঠকে বসছে বিজেপি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.