রিষড়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত জিতেন্দ্র সিংহকে নিয়ে মঙ্গলবার তদন্তে গয়ার উদ্দেশে রওনা হল হুগলি জেলা পুলিশ। গয়ার বিষ্ণুপদ মন্দির, পাশের ধর্মশালায় যাবে তারা। জিতেন্দ্র সম্পর্কে খবরও নেওয়া হবে। রবিবার রিষড়ার ভাড়াবাড়িতে একটি ব্যাগ খুলতেই বিস্ফোরণে মৃত্যু হয় সনু সিংহ ওরফে গোরা নামে এক যুবকের। জখম হন চার জন। পুলিশ বিস্ফোরক রাখার অভিযোগে সনুর জামাইবাবু জিতেন্দ্রকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ব্যাগটিতে ডিটোনেটর ছিল। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে পাপ্পুর স্ত্রী-র বাপের বাড়িতেও খোঁজ করা হবে। |
ট্রাকের চাকায় পিষ্ট ছাত্র
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ফুটবল অনুশীলনে আসার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রের। ঘটনার জেরে জিটি রোড অবরোধ করে ক্ষিপ্ত জনতা। মঙ্গলবার ঘটনাটি ঘটে হুগলির শ্রীরামপুরের নওগার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম সৌরভ রায় (১৬)। তার বাড়ি শ্রীরামপুরের ছোট বেলু এলাকায়। সে নবগ্রাম কে ডি পাল বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। পুলিশ জানায়, সকাল ৭টা নাগাদ সাইকেলে চেপে জিটি রোড ধরে রাজ্যধরপুরে সুরুচি সঙ্ঘের মাঠে ফুটবল অনুশীলনে আসছিল সৌরভ। নওগার কাছে উল্টোদিক থেকে মালবোঝাই একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা মারে। চালক অখিলেশ কুমার গ্রেফতার হয়েছে। |