টুকরো খবর
মুন্নার জামিনের আবেদন ফের খারিজ কোর্টে
গার্ডেনরিচ এলাকায় পুলিশকর্মী তাপস চৌধুরী খুনের মামলায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্নার জামিনের আবেদন মঙ্গলবার ফের নাকচ করল আলিপুর আদালত। জেলা ও দায়রা জজ সুদীপ অহলুওয়ালিয়ার আদালতে এ দিন শুনানির সময়ে ওই ঘটনার ভিডিও ফুটেজের একটি সিডি পেশ করেন সরকারি আইনজীবী। অভিযুক্তের তরফে বলা হয়, “স্যার, দেখবেন ওই সিডিতে মুন্না শুধু দাঁড়িয়েই রয়েছেন। তাঁর আর কোনও ভূমিকা চোখে পড়ছে না।” এ দিন ওই ঘটনার আর একটি মামলায় মুন্নার জামিন হয়েছে। অভিযুক্তের তরফে জামিনের আবেদন জানাতে গিয়ে তাঁর আইনজীবী অশোক মুখোপাধ্যায় ও শুভাশিস চক্রবর্তী বলেন, “তাঁদের মক্কেলের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিলেও দেখা যাচ্ছে, এখনও পাঁচ অভিযুক্ত ফেরার। এই অবস্থায় বিচার কবে শুরু হবে, তা আদালতের পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাই ইকবালকে জামিন দিতে অসুবিধা কোথায়?” জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী শ্যামাদাস গঙ্গোপাধ্যায় বলেন, “এই মামলায় মুন্না-সহ কয়েক জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছে। মুন্নার বিরুদ্ধে সে দিনের ঘটনায় সশস্ত্র হাঙ্গামা ও হত্যার চেষ্টার যে মামলা চলছে, তার তদন্ত এখনও শেষ হয়নি। এই অবস্থায় তাঁকে জামিন দেওয়া সঙ্গত হবে না।”

পুরনো খবর:
ছাত্রনেতার মৃত্যুর তদন্ত হচ্ছে না, নালিশ বাবার
ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর কোনও তদন্ত হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তাঁর বাবা প্রণব গুপ্ত। তাঁর দায়ের করা মামলার শুনানি হয় মঙ্গলবার। ছেলের মৃত্যুর জন্য পুলিশকেই অভিযুক্ত করেছেন তিনি। তাঁর ধারণা, রাজ্যের পুলিশ তদন্ত করলে তা নিরপেক্ষ হবে না। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন প্রণববাবু। আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ওই ছাত্রের মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে। তাঁর বাবা মনে করেন, তাঁকে হত্যা করা হয়েছে। তিনি ময়না-তদন্ত ও সুরতহাল রিপোর্ট দেখতে চেয়ে আবেদন জানান। সরকার পক্ষের আইনজীবী জানান, ওই ছাত্র পুলিশি হেফাজতে থাকলেও তাঁর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। সরকারি আইনজীবী জানান, এই মামলায় অ্যাডভোকেট জেনারেল এবং জিপি সওয়াল করবেন। কিন্তু এ দিন তাঁরা ব্যস্ত। বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, সোমবার শুনানি হবে।

পুরনো খবর:
পরিকাঠামো ভাঙা স্থগিত
সল্টলেকের নলবনে বংশী লেজার পার্টস সংস্থার পরিকাঠামো ১৭ মে পর্যন্ত ভাঙা যাবে না। রাজ্যের নগরোন্নয়ন দফতর ২৩ এপ্রিল সরকারের সঙ্গে ওই সংস্থার চুক্তি খারিজ করে দেয়। সংস্থাটি মামলা করে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানায়, নিম্ন আদালতে দেওয়ানি মামলা থাকায় তারা এখন এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে জিপি অশোক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চকে আশ্বস্ত করেন, ১৭ মে-র আগে ওই সংস্থার পরিকাঠামো ভাঙা হবে না। ১৯৯১ এবং ’৯৮ সালে তৎকালীন রাজ্য সরকার ওই সংস্থাকে নলবনে ব্যবসা করার লাইসেন্স দেয়। ২০১০ সালে সংস্থাটির সঙ্গে সরকারের ৩০ বছরের লিজ চুক্তি হয়। রাজনৈতিক পালাবদলের পরে নতুন সরকার জানায়, লাইসেন্স ও লিজ চুক্তিতেই বলা আছে, সরকার চাইলে জমি নিজেদের কাজে ব্যবহার করতে পারে।

প্রাক্তনীদের লগ্নি চায় জেভিয়ার্স
প্রাক্তনীদের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে শিল্পের সঙ্গে সঙ্গে রাজ্যে শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। ১৭-১৯ মে লন্ডনে ওই সম্মেলনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রায় ৪৫০ প্রাক্তনী যোগ দেবেন। কলেজের অধ্যক্ষ ফাদার ফেলিক্স রাজ জানান, প্রাক্তনীদের উদ্দেশে তাঁদের প্রথম আর্জি, তাঁরা যেন সেন্ট জেভিয়ার্সের উন্নয়নে বিনিয়োগ করেন। রাজারহাটে তাঁদের জমি রয়েছে। কলেজকে উন্নীত করে বিশ্ববিদ্যালয় গড়তে টাকা দরকার। রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও লগ্নির জন্য প্রাক্তনীদের কাছে আর্জি ৎজানানো হচ্ছে। অধ্যক্ষ জানান, ছাত্রছাত্রীরা পাশ করার পরে দরকার কর্মসংস্থান। তাই শিল্প জরুরি। এ বারের সম্মেলনে ‘গ্লোবাল জেভেরিয়ান অ্যাওয়ার্ড’ দেওয়া হবে শিল্পপতি লক্ষ্মীনিবাস মিত্তলকে।

মালপত্র ফেলে পৌঁছল বিমান
বিমান থেকে নামার পরে মালপত্র নিতে গিয়ে যাত্রীদের চক্ষু চড়কগাছ! জানানো হল, তাঁদের কোনও মালপত্রই নাকি এসে পৌঁছয়নি। পরবর্তী বিমান আসা পর্যন্ত তাঁদের অপেক্ষা করার পরামর্শ দিল বিমান সংস্থা। মঙ্গলবার দুপুরে দিল্লি থেকে ১৬৮ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান কলকাতায় নামে। যাত্রীদের অভিযোগ, ১৬০ জনেরই মালপত্র এসে পৌঁছয়নি। আট জনের কিছু মালপত্র এসেছে। বিমান সংস্থা জানায়, রাতে দিল্লি থেকে অন্য বিমান আসবে। তাতেই মালপত্র আনা হবে। বেথুয়াডহরির অমিত সাহা সপরিবার দিল্লি গিয়েছিলেন। তিনি বলেন, “দুপুরে বিমান থেকে নেমে বাড়ি চলে যেতাম। এখন মালপত্রের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।” বিমান সংস্থা সব পরিবারকে ‘পাশ’ দেয় রাতে বিমানবন্দরে ঢোকার জন্য। এয়ার ইন্ডিয়া জানায়, নির্দিষ্ট বড় বিমানটি উড়তে না-পারায় ছোট বিমানে যাত্রীদের ব্যবস্থা হয়। কিন্তু সব মালপত্র তোলা যায়নি।

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে, গরফা থানার গাঙ্গুলিপুকুরে। মৃতের নাম দিব্যেন্দু ঘোষ (২৩)। বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। পুলিশ জানায়, একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র দিব্যেন্দু গরফার কে পি রায় লেনে ভাড়া থাকতেন। এ দিন ভোরে দুই বন্ধুর সঙ্গে পুকুরপাড়ে বসেছিলেন তিনি। আচমকাই পুকুরে পড়ে যান। তাঁর বন্ধুরা পুলিশে খবর দেন। খবর যায় দমকলেও। দমকলকর্মীরা এসে ওই যুবকের দেহ উদ্ধার করেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ছাত্রের বাড়িতে খবর পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.