দেড় বছর শূন্য থাকার পরেও কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন কেন করা হয়নি, হাইকোর্টে হাজির হয়ে তার কারণ জানাতে হবে পুরসচিবকে। প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার পুরসচিবকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেয়।
পুরসভা সূত্রের খবর, ২০১১ সালে ওই ওয়ার্ডের কাউন্সিলর ইলা দাম মারা যান। তার পর থেকে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য। আর সে কারণে ওই পুর-এলাকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তা নিয়েই হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা হয়।
মঙ্গলবার ওই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় বলেন, “পুর-আইন অনুযায়ী ছ’মাসের মধ্যে শূন্য আসনের নির্বাচন করতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। ওই ওয়ার্ডের বাসিন্দারা নাগরিক পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।” তাঁর বক্তব্য, এর মধ্যে বিভিন্ন বিধানসভা, লোকসভার উপনির্বাচন সময় মতোই হয়েছে। অথচ রাজ্যের পুর দফতর ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে সম্পূর্ণ নীরব।
পুরসভার এক অফিসার বলেন, “পুরসভার কোনও ওয়ার্ডে কাউন্সিলরের মৃত্যু হলে তা মহাকরণের পুর দফতরে ও রাজ্য নির্বাচন অফিসে জানানোর দায়িত্ব পুরসভার। আমরা তা জানিয়ে দিয়েছি। নির্বাচন করার এক্তিয়ার তাদেরই।”
রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিয়ানি বলেন, “রাজ্যের পুর দফতরকে বারবার জানানো সত্ত্বেও তারা নির্বাচনের দিন ঘোষণা করেনি।” |