ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী
নিজস্ব সংবাদদাতা • মেখলিগঞ্জ |
সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে মেখলিগঞ্জ শহরের দাসপাড়া এলাকা থেকে ওই যুবককে ধরা হয়। ধৃতের নাম বিশু দাস। পেশায় ভ্যান চালক বিশু বিবাহিত, চার সন্তানের বাবা। অভিযোগ, ওই দিন বিকেলে স্ত্রী সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়ি যান। ওই সুযোগে বাড়ির সামনে খেলতে থাকা ওই কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সে। ডাক্তারি পরীক্ষার জন্য মেখলিগঞ্জ গার্লস হাইস্কুলের ওই ছাত্রীকে রাতেই মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল এ দিন বলেছেন, “ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের নামে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছাত্রীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।” ছাত্রীর বাবা জানিয়েছেন, ধৃত যুবককে তাঁর মেয়ে দাদা বলে ডাকত। তাই সে বাড়িতে যেতে বলায় খারাপ কিছু ও ভাবেনি। কিন্তু এত জঘন্য কাণ্ড যে ঘটাবে সেটা পাড়ার কেউ ভাবতে পারছে না। রবিবার বিকেলে ওই ছাত্রী ছোট বোনের সঙ্গে বাড়ির কাছে রাস্তায় খেলছিল। অভিযুক্ত ওকে বাড়িতে ডেকে নিয়ে যায় ও ধর্ষণ করে। বাড়ি ফিরে মেয়ে কান্নায় ভেঙে পড়ে ঘটনার কথা জানায়। পরে তার বাবা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান। ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার রাতেই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, জেরার মুখে যুবক ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। সোমবার ধৃতকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়।
|
বিক্ষোভে ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোমবার সকালে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স-এর সদস্যেরা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমার অভিযোগগুলি খতিয়ে দেথার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলাশাসক তথা নিয়ন্ত্রিত বাজার সমিতি চেয়ারম্যান বলেন, “অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও বাজারের পরিকাঠামোর সমস্যা রয়েছে, স্টল বিলি, পার্কিং নিয়েও সমস্যা রয়েছে। সব সমস্যার দ্রুত সমাধান হবে।”
মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স সম্পাদক উজ্জ্বল সাহা এ দিন বলেন, “বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও তার ১০ শতাংশ কাজ হয়নি। চালু হওয়ার আগে কয়েকটি শেড ভেঙে পড়ে। এই দুর্নীতির পিছনে কারা জড়িত তা দেখার জন্য জেলাশাসককে বলা হয়েছে। ঠিক তদন্ত চাই। কাজ না হলে বাজার বন্ধ করে দেওয়া হবে।” ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ঢোকা এবং বার হওয়ার সময় দুই দফায় টাকা নেওয়া হলেও তা ঠিকঠাক সরকারি তহবিলে জমা পড়ছে না। এক স্টল একাধিক লোককে বিলি হয়েছে। সঠিক লাইসেন্স না দেওয়ায় অনেকে ব্যবসা করতে পারছেন না। পর্যাপ্ত আলো এবং রাতের নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক নেই। নিয়ন্ত্রিত বাজার সমিতি সচিব সমর গঙ্গোপাধ্যায় বলেন, “কারা কোথায় কী অভিযোগ করেছেন জানি না। আমাকে কেউ কিছু বলেননি।”
|
পুলিশি নিষ্ক্রিয়তার নালিশ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জেলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হল ফরওয়ার্ড ব্লক। সোমবার দলের জেলা সম্পাদক উদয়ন গুহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে দেখা করেন। অভিযোগ, জেলায় দলের বিভিন্ন পার্টি অফিস ভাঙচুরের ঘটনা নিয়ে নির্দিষ্ট অভিযোগ করা হলেও কাউকে ধরা হচ্ছে না। পুলিশ বিভিন্ন ক্ষেত্রে সঠিক মামলা করছে না। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে অবশ্য পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
|
কর্মীকে মারের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলা শিল্পকেন্দ্রের আধিকারিকের নামে। সোমবার ঘটনাটি ঘটে শিল্পকেন্দ্রের অফিসে। অভিযোগ, এ দিন জেলার বিভিন্ন এলাকা থেকে ১২০ জন মহিলা শিল্পী এসেছিলেন। এ দিন তাঁদের নথিপত্র পরীক্ষা করতেই দেরি হয়। বেলা সাড়ে ৫টা নাগাদ শিল্প আধিকারিক দীপক চন্দ অফিস ছুটির সময় হয়েছে জানিয়ে চলে যেতে চান। সে সময় এক কর্মী পরিমল দাস তাঁকে টাকা বিলি করার অনুরোধ করলে কর্মীর বুকে দীপকবাবু ঘুষি মারেন।
|
সংসদের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোচবিহারের প্রাথমিক স্কুল শিক্ষিকা ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণের বন্দোবস্ত করল প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। ওপেন ডিসট্যান্স লার্নিং মোডে দুই হাজারের বেশি প্রাথমিক স্কুল শিক্ষক ও শিক্ষিকার এক এবং দুই বছরের প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ আছে। নানা প্রশিক্ষণ কেন্দ্রে পর্যাপ্ত আসন না থাকায় মুর্শিদাবাদে একাধিক প্রশিক্ষণ কেন্দ্রে ছয় শতাধিক শিক্ষিক ও শিক্ষিকাকে ভর্তির নির্দেশ দেওয়া হয়। মুর্শিদাবাদে প্রশিক্ষণ নিতে যেতে বিভিন্ন শিক্ষক সংগঠন আপত্তির কথা শিক্ষা দফতরে জানালে সুবজ সঙ্কেত মেলে। সংসদ চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার জানান, ৫০০ জনকে মালদহে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।
|
পুলিশের নামে নালিশ মন্ত্রীকে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগে মন্ত্রী ও মহকুমা প্রশাসনে স্মারকলিপি দিলেন ইসলামপুরের বাসিন্দারা। সোমবার মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং বিধায়ক, রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রীকে তাঁরা স্মারকলিপি দেন। গত ৪ মে ট্রাকের ধাক্কায় ছাত্রের মৃত্যুর পরে সড়ক সম্প্রসারণের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা। অবরোধ তুলতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। কয়েক জন জখম হন। ইসলামপুরের বিধায়ক, জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী বলেন, “দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি।” এসডিপিও সুবিমল পাল জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |