আন্ত্রিকের প্রকোপে পড়েছে সালানপুর ব্লক। কয়েকজনকে অসুস্থ অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্ত্রিক ঠেকাতে এলাকায় মেডিক্যাল টিম পাঠিয়েছে মহকুমা স্বাস্থ্য দফতর।
প্রশাসন সূত্রে খবর, সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের হদলা গ্রামে আন্ত্রিকের প্রকোপে বেশ কয়েকজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি দেখতে এলাকায় গিয়েছেন সালানপুরের বিডিও প্রশান্ত মাইতি। মহকুমা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত তিন দিনে প্রায় কুড়ি জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। দশ জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহকুমা স্বাস্থ্য দফতরের উদ্যোগে সালানপুর ব্লকের পিঠাইকেয়ারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি মেডিক্যাল টিম ওই গ্রামে গিয়ে অসুস্থদের স্বাস্থ্য পরিষেবা দেয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানান, এলাকায় পর্যাপ্ত পরিমানে ওআরএস ও ওষুধ দেওয়া হয়েছে। সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মজুমদার জানান, এলাকার কুয়ো এবং পুকুরগুলির জলস্তর অনেক নীচে নেমে গিয়েছে। সেগুলি পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। এছাড়া গ্রামবাসীদের পুকুর বা কুয়োর জলের পরিবর্তে চাপা কলের জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
|