এসজেডিএ-তে দুর্নীতি
রুদ্রনাথের নামে এফআইআরের দাবি সিপিএমের
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক রুদ্রনাথ ভট্টচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআরের দাবি তুলল দার্জিলিং জেলা সিপিএম। রবিবার দলের জেলা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। সোমবার সংস্থার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, “এসজেডিএ-কে কার্যত ক্লাবে পরিণত করা হয়েছিল। বহু টাকা নয়ছয় হয়েছে। প্রাক্তন চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সরানোর কারণ বলা হয়নি। টাকা নয়ছয়ের বিষয়গুলি প্রাক্তন চেয়ারম্যান জানতেন। ওঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করা দরকার।”
এক ধাপ এগিয়ে জেলা সিপিএমের কার্যকরী সম্পাদক জীবেশ সরকার বলেন, “একের পর এক ঘটনা থেকে দুর্নীতির বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা প্রাক্তন চেয়ারম্যান-সহ আরও সব অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি তুলছি। আপাতত রাজনৈতিকভাবে এই দাবিতে আন্দোলন হবে। তাতে কাজ হলে আমরা আইনের রাস্তার পথেও যেতে পারি।” উল্লেখ্য, গত এক বছর ধরে এসজেডিএ-তে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগগুলি হল, ত্রিফলা আলো লাগানোর ক্ষেত্রে ৫ কোটি, জোড়াপানি নদী সংস্কার নিয়ে প্রায় ১০ কোটি, তিনটি শ্মশানঘাটের চুল্লির বসানোর জন্য ৮ কোটি টাকার অনেকটাই নয়ছয় হয়েছে। তা ছাড়া, আনারস উৎসব, কর্মী পদোন্নতি নিয়ে নানা মহলে থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়। চলতি বছরের শুরুতেই রুদ্রনাথবাবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি সফরের শেষে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব’কে।
গৌতমবাবু দায়িত্ব নিয়েই সংস্থার সার্বিক পরিস্থিতি ‘রিভিউ’-র নির্দেশ দেন। এর পরে ‘টেকনিক্যাল’ কারণে তিন এগজিকিউটিভ ইঞ্জিনিয়র মৃগাঙ্কমৌলি সরকার, গৌতম মজুমদার ও অনুপ মল্লিক-এর পদোন্নতি খারিজ করে ফের অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়র পদে নিযুক্ত করা হয়। এর পরে কর্তব্যে গাফিলতির কথা কবুল করায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র মৃগাঙ্কমৌলি সরকারকে সাসপেন্ড করা হয়েছে।
এ দিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা এসডেডিএ-র চেয়ারম্যান গৌতমবাবু বলেন, ‘‘কে কী বলল তা নিয়ে আমরা ভাবছি না। স্বচ্ছতা এবং সততার জন্য এসজেডিএ-কে চালানো হবে। আর আমরা সমস্ত পরিস্থিতি সমীক্ষা করছি। আর যখন তা প্রয়োজন তখনই তা করা হবে। এই নিয়ে অশোকবাবুদের ভাবতে হবে না। অশোকবাবুর সময়কালে কী কী হয়েছি তাও খতিয়ে দেখা হচ্ছে।”
আর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অশোকবাবুদের বিরুদ্ধে তোপ দেগেছেন বিধায়ক তথা এসজেডিএ-র প্রাক্তন চেয়ারম্যান রুদ্রবাবু। তাঁর অভিযোগ, “আমাকে সরানো হয়নি। আমি পারিবারিক কারণে মুখ্যমন্ত্রীর কাছে অব্যহতি চেয়েছিলাম। আর দুর্নীতির কথা অশোকবাবুদের না বলাই ভাল। ওঁর আমলে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছিল। সেগুলি চাপা দিয়ে রাখার জন্য উনি মাঝেমধ্যে এই ধরণের ভিত্তিহীন সব অভিযোগ তোলেন।”
এ দিন সিপিএমের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ মে বিকালে দীনবন্ধু মঞ্চে দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন বীরেন বসুর স্মরণসভার আয়োজনা করা হয়েছে। সেখানে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু উপস্থিত থাকবেন। দলের কার্যকরী জেলা সম্পাদক জীবেশবাবু জানান, বীরেনবাবুর স্মরণসভায় সমস্ত দল, বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি, ১৫ মে নকশালবাড়িতে জনসভা হবে। সেখানে প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। এ ছাড়া আজ, মঙ্গলবার বস্তিবাসীদের উন্নয়নের দাবিতে শহরে মিছিল হবে। পাশাপাশি, মাসের শেষ সপ্তাহে দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, এসজেডিএ দুর্নীতি, শিলিগুড়ির পুরসভার অচলাবস্থা এবং চিটফান্ড কান্ড নিয়ে কেন্দ্রীয় সমাবেশ হবে। তাতে রাজ্য স্তরের ফ্রন্ট নেতারা উপস্থিত থাকবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.