অর্থলগ্নি সংস্থায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া শহরের সাহেববাঁধ রোডে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার অফিসে বিক্ষোভ দেখালেন বেশ কিছু আমানতকারী। তাঁদের অভিযোগ, ‘র্যামেল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ নামে এই সংস্থায় তাঁরা টাকা রেখেছিলেন। সারদা-কাণ্ডের তাঁদের আমানত সুরক্ষিত কি না, তা জানতে তাঁরা প্রায় প্রতিদিনই অফিসে আসছেন। কিন্তু, অফিস বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। পুরুলিয়া শহরের বাসিন্দা, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী দেবরূপ দাস কর্মকার নামে এক আমানতকারীর কথায়, “শুনেছিলাম সোমবার অফিস খুলবে। কিন্তু এসে দেখলাম বন্ধ।” শহরেরই আর এক আমানতকারী রবিলোচন মল্লিক জানান, তিনি এই সংস্থায় ১৬ হাজার টাকা স্থায়ী আমানতে রেখেছিলেন। কথা ছিল, পাঁচ বছরে দ্বিগুণ হবে। সেই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ না হলেও তিনি উদ্বিগ্ন অফিস না খোলায়। তাঁর প্রশ্ন, “অফিস বন্ধ থাকায় কিছু জানতেও পারছি না।” এ দিন সংস্থার কয়েক জন এজেন্টকে ঘিরে বিক্ষোভ চলে। অফিস বন্ধ থাকায় সংস্থার তরফে বক্তব্য পাওয়া যায়নি।
|
বিদ্যুৎকেন্দ্রে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ঠিকা শ্রমিকদের পরিচয়পত্র, তাঁদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি, স্থানীয় বেকার যুবকদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া-সহ নানা দাবিতে সোমবার রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে বিক্ষোভ দেখাল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। সংগঠনের নেতা অজিত মাহাতো জানান, এ দিন সকাল থেকে দুপুর অবধি বিক্ষোভ হয়। উপরোক্ত দাবিগুলির পাশাপাশি ছাঁটাই শ্রমিকদের আইনানুগ সুবিধা প্রদান, জমিহারাদের চাকরি এবং যেখানে প্রকল্প গড়ে উঠছে, সেখানে রাস্তাঘাট, বিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি গড়ে তোলার দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, রঘুনাথপুরে ১২২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে। ১৩২০ মেগাওয়াটের প্রকল্পের শিলান্যাস হয়েছে। প্রকল্পের চিফ ইঞ্জিনিয়র কে কে সিংহ জানান, বিক্ষোভের জেরে সকালের দিকে কাজ কিছুটা ব্যাহত হয়। দাবির বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, “এগুলি শ্রম দফতরের বিষয়। সেখানে বৈঠক হলে আমাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন।”
|
বাজে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
জমি থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে এক পড়ুয়ার মৃত্যু হল। শুভঙ্কর মাহাতো (১০) নামে ওই পড়ুয়ার বাড়ি বোরোর ধান্দা গ্রামে। স্থানীয় প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শুভঙ্কর রবিবার বিকেলে আত্মীয়ের সাইকেলে তরমুজের জমি থেকে বাড়ি ফিরছিল। বাজ পড়লে সে পথে লুটিয়ে পড়ে। মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার বিকেলে পুঞ্চার বড়গড়া গ্রামের মাঠে গরু চরানোর সময় বজ্রাঘাতে সোহাগী সরেন (৫৩) নামে এক বধূ মারা যান।
|
দুর্ঘটনায় মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
মাটি খোঁড়ার যন্ত্রের (জেসিবি) ধাক্কায় মৃত্যু হল বছর দেড়েকের একটি শিশুর। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম ভৈরবী কুমার। বাড়ি কোটশিলা থানার বেলাডি গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঘমুণ্ডির বীরগ্রামে। এই গ্রামে ভৈরবীর মামাবাড়ি। দিন কয়েক আগে সে মায়ের সঙ্গে মামাবাড়িতে এসেছিল। এদিন সে বাড়ির বাইরে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবিটি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যন্ত্রটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। চালককে গ্রেফতার করা হয়েছে। |