টুকরো খবর |
পথ দুর্ঘটনায় তিন কনেযাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জয়নগর |
ম্যাটাডরে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল তিন কনেযাত্রীর। জখম হয়েছেন আট জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে জয়নগরের গোবিন্দপুর মোড়ের কাছে ঢোসা-মহিষমারি রোডে। পুলিশ জানায়, মৃতদের নাম সন্ন্যাসী সাঁপুই (২৬), গোপাল মণ্ডল (৪০) এবং সুজিত সাঁপুই (২৬)। সকলের বাড়ি বারুইপুরের মিরপুর গ্রামে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ম্যাটাডরটি বেপরোয়া গতিতে চলছিল। তার জেরেই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিরপুর গ্রাম থেকে ৪০ জন কনেযাত্রীকে নিয়ে ম্যাটাডরটি জয়নগরের পেট্রোলখোলা গ্রামে যাচ্ছিল। রাত সাড়ে ১০টা নাগাদ গোবিন্দপুর মোড়ের কাছে ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। জখমদের উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই তিন জনকে মৃত ঘোষণা করেন। ম্যাটাডরটি পুলিশ আটক করেছে। চালক পলাতক।
|
ধৃতকে ছাড়ানোর দাবিতে ফের পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পারিবারিক গণ্ডগোলে ধৃত এক ব্যক্তির মুক্তির দাবিতে ফের আবুদৈয়ান রোড অবরোধ হল বসিরহাটে। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে অবরোধ। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ওই রাস্তা অবরোধ হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবুদৈয়ান রোডের পাশে ব্রহ্মানন্দ কলোনি এলাকায় বিবাহ বর্হিভূত সর্ম্পককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বাধে। বিবাদমান এক পক্ষের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে তার চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে। অন্য পক্ষ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত ব্যক্তির মুক্তির দাবিতেই চলছে এই অবরোধ কর্মসূচি। পুলিশ জানিয়েছে, প্রোমোটারি ব্যবসায় সুবিধা পাওয়ার জন্য পারিবারিক বিষয়কে সামনে রেখে গ্রামবাসীদের প্ররোচিত করা হচ্ছে। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। ঘটনা দু’টি ঘটেছে হাসনাবাদ থানার ঘোষপাড়া ও রাজাপুরে। মৃত দু’জনের নাম নুর মহম্মদ মণ্ডল (৬২) ও নাজিমুল গাজি (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মোটর বাইক চালানোর সময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ছিটকে পড়ে নাজিমুল। রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে মাথা লেগে গুরুতর জখম হয় সে। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই কিশোরের। অন্য দিকে, রবিবার সকালে সাইকেলে করে যাওয়ার সময়ে নাজিমুল গাজিকে ধাক্কা মারে একটি মিনিডোর গাড়ি। গুরুতর আহত অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • উস্তি |
মদের আসরে খুন হলেন এক যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে উস্তির পদ্মেরহাট মোড়ের কাছে। নিহতের নাম কার্তিক মণ্ডল (৩৫)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই মোড়ের কাছে কার্তিক কয়েক জনের সঙ্গে মদ খাচ্ছিলেন। সেই সময়ে এক বন্ধুর সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, আচমকা সেই বন্ধু কাটারি নিয়ে কার্তিকের উপরে চড়াও হয়। কার্তিককে আশঙ্কাজনক অবস্থায় বাণেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাত পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। এক জনকে আটক করা হয়েছে।
|
দুর্ঘটনায় উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ক্যানিং-বারুইপুর রোডের চক্রবর্তী আবাদ এলাকায়। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম মোশারফ শেখ (১৩)। বাড়ি বারুইপুরের হাড়দাতে। পুলিশ জানায়, মৃত স্কুলছাত্র স্থানীয় বারুইপুরের দমদম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ দিন ওই ছাত্র যখন সাইকেলে করে ফিরছিল তখন ক্যানিং থেকে বারুইপুরগামী মাটিবোঝাই একটি লরি তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলেই ছাত্রটির মৃত্যু হয়। উত্তেজিত জনতা ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করেন। ক্যানিং থেকে সরকারি অনুষ্ঠান শেষে ফেরার পথে রাস্তা অবরোধে আটকে পড়ে দমকল মন্ত্রী জাভেদ খানের গাড়ি। পরে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
|
হাড়গোড় উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • উস্তি |
পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে উস্তির মহেশ্বরা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির পাশের মাঠে রবিবার বিকেলে কিছু ছেলে খেলাধুলো করছিল। সেই সময়ে তাদের বল গিয়ে পড়ে ওই সেপটিক ট্যাঙ্কে। ওই ছেলেরাই হাড়গোড় দেখতে পায়।
|
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে রবিবার রাতে মগরাহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম ফরিদুল গাজি ও মনিরুল গাজি। প্রথম জনের বাড়ি মামুদপুরে, দ্বিতীয় জন বাঁকিপুর গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি রিভলভার এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সোমবার ডায়মন্ড হারবার আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ন’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। |
|