সারদা-সম্পত্তি
তল্লাশিতে মিলল বহু কোটির জমি, ভল্টে পাঁচ টাকা
কোথায়, কত সম্পত্তি সারদার একটু একটু করে মিলছে তথ্য। রবিবার বারুইপুরে সারদার এক কর্তা ও এক ‘বড়’ এজেন্টের বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি জমির দলিল এবং চারটি বড় ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। জমি-সম্পত্তির হদিস মিলেছে জেলা থেকেও। এ ব্যাপারে কিছু তথ্য উঠে এসেছে সারদার কণর্র্ধার সুদীপ্ত সেনকে জেরা করে। অন্যগুলোর হদিস দিয়েছেন প্রতারিতেরা এবং এজেন্টদেরই একাংশ।
যে সারদা-কর্তার বারুইপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে জমির দলিল মিলেছে, তিনি বারুইপুর অফিসের ডিভিশনাল ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বা। এক সময়ের অটো চালক অরিন্দমের সারদায় প্রবেশ এজেন্ট হিসেবে। তাঁর বাড়ি থেকে ই এম বাইপাস লাগোয়া কামালগাজির বারহাঁস মৌজায় ১৮ বিঘা এবং বারুইপুরে সূর্যপুর এলাকায় ৩৫ বিঘা জমির দলিল মেলে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলা ভূমি ও ভূমি-সংস্কার দফতরের সঙ্গে আলোচনা করে ওই জমি দু’টির মুল্য নির্ধারণ করা হয়। বাইপাস লাগোয়া জমিটির দর প্রায় ৭ কোটি ২০ লক্ষ টাকা এবং বারুইপুরের জমিটির দাম প্রায় ৮ কোটি ৭৫ লক্ষ বলে নির্ধারিত হয়েছে। কামালগাজির জমিটির দলিল রয়েছে অরিন্দমের নামে, বারুইপুরের জমিটি রয়েছে ‘সারদা রিয়্যালটি ইন্ডিয়া’র নামে। পাঁচিল ঘেরা জমি দু’টি কেনা-বেচা নিষিদ্ধ বলে পোস্টার দিয়েছে পুলিশ।
সারদার বারুইপুর অফিসের আর এক কর্তা সত্যজিৎ বসুর বাড়িতেও রবিবার হানা দেয় পুলিশ। তবে বাড়িতে তালা ঝুলছে। ওই বাড়ির সব দরজা ‘সিল’ করে দেওয়া হয়েছে। এ দিকে, সারদার এজেন্ট বিশ্বনাথ দাস ওরফে বাপির বারুইপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত ১ কোটি ২০ লক্ষ টাকা দামের চারটি ট্রাকের হদিস মেলে। পাওয়া যায় নানা নামে প্রায় ৫০টি জমির দলিলও। অরিন্দম ও বিশ্বনাথের বাড়ি থেকে দু’টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। অরিন্দম, বিশ্বনাথ এবং সত্যজিৎ পলাতক বলে পুলিশের দাবি।
বালুরঘাটে সারদার অফিস থেকে বাজেয়াপ্ত করা ভল্ট থেকে এ দিন মিলেছে মাত্র পাঁচ টাকা। বৃহস্পতিবার যুবশ্রী মোড়ের সারদার অফিসে হানা দিয়ে পুলিশ কম্পিউটার, আলমারি-সহ যাবতীয় নথি বাজেয়াপ্ত করে। সোমবার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সামনে ভল্ট খোলা হয়। হিলি থানার ত্রিমোহিনী এলাকায় সারদার নামে কেনা ৯.৩১ একর জমির দলিল এ দিনই পুলিশের হাতে তুলে দেন কর্মীরা। তাঁরা জানান, তদন্তের কাজে সরকারকে সহযোগিতা করতেই এই উদ্যোগ।
এজেন্টদের একাংশের দাবি, উত্তরবঙ্গের ছয় জেলায় অন্তত আড়াইশো বিঘা জমি সারদা গোষ্ঠী কিনেছে। সারদা-র শিলিগুড়ি অফিস সূত্রে খবর, বালুরঘাটের ত্রিমোহিনীতে একটি হিমঘর ও একটি নার্সিংহোম করার জন্য প্রায় ৩৯ বিঘা জমি কেনা রয়েছে। কোচবিহারের রাজারহাটে নার্সিংহোমের জন্য ৪৭ বিঘা, ধূপঝোড়ায় ১৭ বিঘা, ফালাকাটার বংশীধরপুরে ৬৫ বিঘা, ময়নাগুড়ির মৌলালিপুরে ২৯ বিঘা, মাথাভাঙার পখিহাগায় ১১ বিঘা জমি রয়েছে তাদের। ঘুমে পর্যটনকেন্দ্রের জন্য প্রায় কোটি টাকা মূল্যের জমি কেনা হয়েছে। লাটাগুড়িতে রিসর্ট ছাড়াও সারদা গোষ্ঠীর নামে সাড়ে ৪ বিঘা জমি রয়েছে। মাথাভাঙায় একটি চার তলা বাড়ি, শিলিগুড়িতে একটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে সারদার। আলিপুরদুয়ারে ৩৩ বিঘা জমি কেনার জন্য বায়না করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১৯ তলা আবাসন প্রকল্প বানানোর পরিকল্পনা ছিল সারদার। কাঁথি পুর-এলাকায় ধর্মদাস মৌজায় দিঘা যাওয়ার রাস্তার ধারে ৫০৬ ডেসিমেল ধান-জমি কিনে বাস্তু জমিতে রূপান্তরিত করা হয়েছে শুধু। কেলেঙ্কারি সামনে আসার পরে সারদা-র বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন কাঁথির বাসিন্দা সুপ্রীতি দাস।
নদিয়ার চাকদহের নরপটিপাড়া মৌজায় সারদা-র ৬.৩ একর জমি রয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ২০১১-তে সারদা ঋণখেলাপি সংস্থার কারখানা কিনেছিল। সে সময় এলাকার লোকজনকে বলা হয়, ওই জমিতে নানা প্রকল্প গড়ে তোলা হবে। তা অবশ্য হয়নি। টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “আমরা প্রশাসনকে বলেছি, সারদার এই সম্পত্তি অবিলম্বে নিলামে তোলা হোক। আমানতকারীদের বকেয়া মেটানো যেতে পারে ওই টাকায়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.