টুকরো খবর
দেহ উদ্ধার

ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হল। নাম মুস্তাক মল্লিক (২২)। তিনি নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের গোপীমোহনপুরের বাসিন্দা। সোমবার নন্দীগ্রামের বিনন্দপুর গ্রামে একটি গাছে দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে খুনের অভিযোগে মৃতদেহ গিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ দেহটি উদ্ধার করে তদন্তের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯’টা নাগাদ বাড়ি থেকে বেরলেও আর ফেরেননি মুস্তাক। মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেকার দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম খোকন সিংহ (৪০)। নন্দকুমার থানার দক্ষিণ দামোদরপুরের বাসিন্দা। সোমবার বিকেলে চণ্ডীপুরের হাঁসচড়া বাজারের কাছে নন্দীগ্রাম-চণ্ডীপুর সড়কে ঘটনাটি ঘটে। এদিন বিকেলে যাত্রীবোঝাই একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে হাঁসচড়া বাজারের কাছে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারলে ট্রেকারের ১২ জন আহত হন। তাদের প্রথমে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সাত জনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে খোকনবাবুর মৃত্যু হয়।

প্রশ্ন তৈরি নেই, পরীক্ষাই হল না

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ ছিল সোমবার। কিন্তু প্রশ্নপত্র তৈরি না হওয়ায় পরীক্ষা নেওয়া গেল না। স্বভাবত ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পূর্ব নির্ধারিত পরীক্ষা সূচি হঠাৎ বদলে গেল কেন? ইংরেজি বিভাগের প্রধান তীর্থঙ্কর দাস পুরকায়স্থ বলেন, “প্রশ্ন তৈরি না থাকায় পরীক্ষা নেওয়া যায়নি।” পরীক্ষার পূর্ণমান ছিল ১০। তবু প্রস্তুত হয়ে এসেও পরীক্ষা না হওয়ায় ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ বন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল রিপোর্ট চেয়ে পাঠিয়েছি।”

আগুনে পুড়ল বাড়ি
আগুনে ভস্মীভূত হল বাড়ি-সহ একটি দোকানঘর। রবিবার রাতে হলদিয়ার সুতাহাটার তাজনগর বাজারে লন্ঠনে কেরোসিন ঢালতে গিয়ে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাতেই মাটির বাড়ি-সহ একটি সাইকেলের দোকান রয়েছে সুদর্শন দাসের। এ দিন লোডশেডিংয়ের সময় আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল আসার আগেই এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাট্য প্রতিযোগিতা
অ্যাকাডেমিতে ‘বহুরূপীর’ নাট্যোৎসবে অংশগ্রহণের পরে রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে জেলা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করল ‘শিল্পকৃতি’। মঙ্গলবার থেকে টানা দু’দিন মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে এই প্রতিযোগিতায় জেলার মোট ১৮টি বিদ্যালয় কবিগুরু রচিত ১৮টি নাটক মঞ্চস্থ করতে হাজির থাকবে বলে জানা গিয়েছে। এ দিকে রবিবারই ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টসে’ চলা ‘বহুরূপী’র ৬৫তম নাট্যোৎসবের শেষ দিনে মঞ্চ মাতিয়েছে মহিষাদলের ‘শিল্পকৃতি’ প্রযোজিত নাটক। ১৯ জন কলাকুশলী সহযোগে নাট্যকার বিশ্বদেব দত্তের ‘ভাষা কাহিনী’ নাটক পরিবেশন করতে পেরে মুগ্ধ জেলার এই নাট্যদলটিও। শিল্পকৃতির সম্পাদক সুরজিৎ সিংহ বলেন, “অ্যাকাডেমিতে অংশগ্রহণ করতে পেরে আমরা ধন্য। এ বার বিশ্বকবির জন্মদিবসের এক দিন আগে নাট্য প্রতিযোগিতার আয়োজন করেছি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.