|
|
|
|
অনাস্থা বৈঠক ডাকার দাবিতে হলদিয়ায় তৃণমূলের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাম পরিচালিত হলদিয়া পুরসভায় অবিলম্বে অনাস্থা বৈঠক ডাকার দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার পুরভবনে পুর-পারিষদের বৈঠক চলাকালীন বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলররা।
গত ২ মে বাম পরিচালিত হলদিয়া পুরসভার বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুলে অনাস্থা পত্র জমা দিয়েছিলেন তৃণমূলের ১১ জন কাউন্সিলর। সেদিন পুরপ্রধান ও উপ-পুরপ্রধান কেউই পুরসভায় না আসায় রিসিভিং সেকশনে জমা পড়ে অনাস্থা প্রস্তাব। পরে ডাকযোগে সেই প্রতিলিপি পাঠানো হয় পুরপ্রধানের কাছে। শুক্রবারও বামেদের কোনও কাউন্সিলর পুরসভায় যাননি। সোমবার পুরভবনে এসে সেই আবেদনপত্র হাতে নিয়ে পুর-পারিষদদের সঙ্গে বৈঠকে বসেন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। তারপরেও তিনি অনাস্থা বৈঠকের দিনক্ষণ ঘোষণা না করায় বিকেলে বিক্ষোভ দেখান তৃণমূলের কাউন্সিলররা। বিরোধী দলনেতা তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল বলেন, “পুরসভায় অনাস্থা প্রস্তাব আসা সত্ত্বেও বৈঠক ডাকতে গড়িমসি করছে ওরা। এ দিকে পুরসভার মামলার কথা বলে লক্ষ-লক্ষ টাকা সরিয়ে রাখছে। অবিলম্বে অনাস্থা বৈঠক ডাকার দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছি আমরা।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন পুর-পারিষদদের নিয়ে অনাস্থা সংক্রান্ত আইনি পরামর্শের বিষয়ে আলোচনা করেছেন পুরপ্রধান। পুরপ্রধান অবশ্য বলেন, “উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয়েছে মূলত। সঙ্গে অনাস্থা বৈঠকের বিষয়ে সামান্য কথা হয়েছে। এখনও অনেক সময় রয়েছে। নিয়ম অনুযায়ী বৈঠক
ডাকা হবে।” |
|
|
|
|
|