ইউরোপিয়ান ফুটবলে ইদানীং প্রতি ম্যাচে গোল করা ছাড়াও নতুন নতুন রেকর্ড গড়াটাও অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে লিও মেসির। রবিবার রাতে লা লিগায় রিয়াল বেটিসের বিরুদ্ধে জোড়া গোলের সৌজন্যে এ বার একটি শিরোপায় ভাগ বসালেন ফুটবলের রাজকুমার। লা লিগায় এক মরসুমে সর্বাধিক ২৭ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। গত রাতে চিরপ্রতিদ্বন্দ্বীর সেই রেকর্ড স্পর্শ করলেন মেসি। এ ছাড়াও লা লিগায় নিজের খেলা টানা ২১ ম্যাচে গোল করার রেকর্ডও করলেন বার্সেলোনার আর্জেন্তিনীয় মহাতারকা। জোসেফ স্যামিটেয়ার-কে টপকে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মেসি। ৩৩৫ গোল করে মেসি এখন বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পাওলিনহো আলকান্তারার (৩৬৯) থেকে ৩৪ গোল পিছনে। |
মেসি-ম্যাজিকে গত রাতে ঢাকা পড়ে গিয়েছে বার্সার স্প্যানিশ লিগ খেতাব জয়ের মুহূর্ত আরও এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার আক্ষেপ। আগের রাতে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ পুরো পয়েন্ট পাওয়ায় বার্সাকে খেতাবের জন্য আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হবে। রবিবার রিয়াল বেটিসকে ন্যু কাম্পে ৪-২ হারানোয় এমন দাঁড়িয়েছে যে, আগামী রবিবার আটলেটিকো মাদ্রিদকে হারালেই বার্সা তাদের ২২তম লা লিগা জিতবে।
গত রাতে মেসিকে রিজার্ভ বেঞ্চে রেখে টেলো আর সাঞ্চেজের সঙ্গে ডেভিড ভিয়াকে নিয়ে আক্রমণ সাজান ভিলনোভা। কিন্তু ম্যাচের গোড়াতে পাবোনের গোলে এগিয়ে যায় বেটিস। সাঞ্চেজ ১-১ করলেও প্রথমার্ধেই পেরেজের গোলে ম্যাচে দ্বিতীয় বার এগোয় বেটিস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিয়া ২-২ করেন। আর ‘সুপারসাব’ মেসি নেমে ৬০ এবং ৭১ মিনিটে দুটো গোল করে বার্সার জয় নিশ্চিত করেন। |