রাফায়েল নাদাল ফরাসি ওপেনের ইতিহাসে সফলতম তারকা এ বার প্যারিসে খুব সম্ভবত কোয়ার্টার ফাইনালেই টুর্নামেন্টের সম্ভাব্য শীর্ষ বাছাই জকোভিচের সামনে পড়বেন!
রাফায়েল নাদাল সর্বকালের সেরা ক্লে কোর্ট প্লেয়ারের এ বার রোলাঁ গারোয় প্রথম চার বাছাইয়ের মধ্যেও থাকার সম্ভাবনা নেই!
সবচেয়ে বেশি, সাত বারের (শেষ আট বছরের মধ্যে যা জিতেছেন) ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল বড়জোর পঞ্চম বাছাই হবেন আগামী ২৬ মে থেকে শুরু মরসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে টেনিস মহলে।
রোলাঁ গারো কমিটির অন্যতম সদস্য, প্রাক্তন ফরাসি টেনিস তারকা জি ফর্জে টুর্নামেন্ট ডিরেক্টরের কাছে আবেদন রেখেছেন, পেশাদার টেনিসে নাদালের সর্বকালীন গুরুত্ব আর ফরাসি ওপেনে বাঁহাতি স্প্যানিশ তারকার অবিশ্বাস্য সাফল্যকে মাথায় রেখে তাঁকে আসন্ন টুর্নামেন্টে আরও উঁচু বাছাইয়ের মর্যাদা দেওয়া হোক। প্রয়োজনে উপেক্ষা করা হোক এটিপি বিশ্ব র্যাঙ্কিংকে। সাধারণত যার ভিত্তিতে পেশাদার টেনিস ট্যুরের টুর্নামেন্টে বাছাই তালিকা হয়। ফরাসি ওপেনেও আগামী সোমবার যে নতুন সপ্তাহ পড়বে, সেই তারিখের (১৩ মে) এটিপি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই তালিকা তৈরি হবে তার দিনকয়েকের মধ্যে। বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর নাদালের পয়েন্ট এখন ৫৯৮৫। চার নম্বর, তাঁরই দেশোয়ালি ডেভিড ফেরার ৬৯২০। দু’জনই চলতি সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে খেলছেন। সেখানেও ফেরার চতুর্থ আর নাদাল পঞ্চম বাছাই। মাদ্রিদে দু’জনে যে এটিপি পয়েন্ট ‘ডিফেন্ড’ করছেন, তাতে ফরাসি ওপেনে বাছাই তালিকা তৈরির আগে নাদালের কোনও মতেই র্যাঙ্কিংয়ে ফেরারকে টপকানো সম্ভব নয়। |
যে কারণে কার্যত ফর্জের আবেদন বাতিল করে দিয়ে ফরাসি ওপেনের প্রধান গিলবার্ট ইয়ের্ন বলেছেন, “নাদালকে টুর্নামেন্ট কমিটি এই সম্মান দিতে পারলে সেটা একটা দারুণ বার্তা হয়ে থাকত। কিন্তু তা সম্ভব নয়। কারণ তাতে র্যাঙ্কিং আর বাছাই তালিকার ভেতর মাথা গলানো হয়ে যাবে। একটা নির্দিষ্ট প্রথা সব মিলিয়ে ঘেঁটে যাবে।”
পায়ের নানাবিধ চোটে সাত মাস বিশ্রামে কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে পেশাদার সার্কিটে ফেরার পর থেকে নাদাল মোট ছ’টা টুর্নামেন্ট খেলে চারটে জিতেছেন। হার্ডকোর্টে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স-সহ। কিন্তু রিয়াল মাদ্রিদের অন্ধভক্ত নাদাল, মাদ্রিদ মাস্টার্স গত বারের অদ্ভুত দর্শন নীল ক্লে কোর্ট থেকে সাবেকি লাল ক্লে কোর্টে এ বার ফেরত আসা সত্ত্বেও (নইলে একমাত্র গত বারের চ্যাম্পিয়ন ফেডেরার বাদে সব শীর্ষ টেনিস তারকা টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছিলেন) পঞ্চম বাছাইয়ের বেশি মর্যাদা পাননি। ক্লে কোর্ট সম্রাট নিজেও বলেছেন, “প্রত্যাবর্তনের পর নিজের সেরা ফর্ম এখনও ফিরে পাইনি।”
তা সত্ত্বেও রোলাঁ গারোয় নাদাল-রাজ কোয়ার্টার ফাইনালেই বৃহত্তম চ্যালেঞ্জের সামনে পড়ে যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে ফরাসি ওপেনে ২০০৫ থেকে নাদাল-ই এক্স ফ্যাক্টর! |