রিষড়ার বিস্ফোরণের ঘটনায় ধৃত জিতেন্দ্র সিংহকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। রবিবার রিষড়ার রেলপার্ক লিলুয়াপাড়ার বাসিন্দা সনু সিংহ ওরফে গোরা একটি ব্যাগ খুলতেই বিস্ফোরণে মারা যান। জখম হন তাঁর দিদি এবং তিন বোনপো। পরিবারের তরফে পুলিশের কাছে দাবি করা হয়, দিন কয়েক আগে গয়ায় সনুর দাদা পাপ্পুর বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে ট্রেনে তাঁদের একটি ব্যাগ খোয়া যায়। দাবিদারহীন অন্য একটি ব্যাগ তাঁরা নিয়ে আসেন। ওই ব্যাগেই ছিল ডিটোনেটর। তদন্তে নেমে বিস্ফোরক রাখার অভিযোগে পুলিশ রবিবারই সনুর জামাইবাবু জিতেন্দ্রকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ওই পরিবারের লোকেরা যা বলেছেন, জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হবে। কয়লা খনির সঙ্গে যুক্ত কেউ ট্রেনে ওই ব্যাগ ফেলে গিয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
পুরনো খবর: ব্যাগ খুলতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু, জখম ৪
|
সারদা কাণ্ডে সিবিআই তদন্তে চেয়ে হুগলিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিল বিজেপি। সোমবার জেলার চারটি মহকুমায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। বিক্ষোভের পরে স্মারকলিপি দেওয়া হয় সংশ্লিষ্ট মহকুমাশাসকদের। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের আরও দাবি, সাংসদ কুণাল ঘোষকে গ্রেফতার করতে হবে। আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। বিজেপির হুগলি জেলা সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, “টাকা দেওয়ার কথা ঘোষণার পরে এ ব্যাপারে সরকারের সেই তৎপরতা দেখা যাচ্ছে না।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক রবীন চট্ট্যোপাধ্যায়। |