আবাসন করে ফ্ল্যাট দেবেন বলে টাকা নিয়েও তা না দেওয়ার অভিযোগ উঠল দমকলমন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে। অভিযোগ, উল্টে এলআইসি-র জমি বলে প্রাপ্য বাড়ি পাওয়া থেকে বঞ্চিত করছেন তিনি। এই নিয়ে সোমবার পার্ক সার্কাস ময়দানে বিক্ষোভ দেখান প্রায় শ’খানেক মানুষ। জাভেদ খানের অবশ্য বক্তব্য, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। বরং তাঁরাই পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে দাবি করেন মন্ত্রী।
এ দিন দুপুরে বিক্ষোভকারীরা পথ অবরোধের কর্মসূচি নিলেও পুলিশের হস্তক্ষেপে তা প্রত্যাহার করে নেন। পরে লিখিত অভিযোগ জানিয়ে এবং সই সংগ্রহ করে জমায়েতকারীরা পুলিশের কর্তাদের কাছে জমা দেন।
অভিযোগ, গত চার বছর ধরে বাইপাস সংলগ্ন এলাকা পঞ্চান্নগ্রাম, গুলশন কলোনি এবং চৌবাগা এলাকার বিস্তীর্ণ এলাকায় আবাসন তৈরির নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল জাভেদ খানের লোক জুলকার খান। পরে জুলকারের সঙ্গে জাভেদের ছেলের ঝামেলা হওয়ায় জাভেদ খানের লোকজন ওই আবাসনের কাজ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি, তৈরি হওয়া ফ্ল্যাটগুলিতেও দমকলমন্ত্রী অনেককে ঢুকতে দিতে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করে জাভেদ খান বলেন, “জুলকারের সঙ্গে আমি কোনও ভাবেই যুক্ত নই। জুলকার এক জন প্রোমোটার এবং বেআইনি ভাবে জলাজমি বুজিয়ে ওই এলাকায় গত কয়েক বছর ধরে বহুতল নির্মাণ করছিল সে। আমরাই সরকারে আসার পরে তা দেখে পুলিশের কাছে অভিযোগ জানাই। আমি কাজ বন্ধ করিনি, পুলিশ অভিযোগ পেয়ে কাজ বন্ধ করেছে।” দমকলমন্ত্রী আরও জানান, কোনও ভাবেই তিনি ওই আবাসনের কাজের সঙ্গে যুক্ত নন।
|