সারদা গোষ্ঠীর কেলেঙ্কারির পরে অন্য অনেক সংস্থার মতো বিপন্ন হয়ে পড়েছে তারা নিউজ ও তারা মিউজিক চ্যানেলও। এই অবস্থায় ওই দু’টি চ্যানেল চালানোর জন্য তিন সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট। কমিটি আপাতত ওই দু’টি চ্যানেল পরিচালনার দায়িত্বে থাকবে।
তারা টিভি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে অনিন্দিতা কাজী হাইকোর্টে মামলা করে জানান, ১৪ এপ্রিল সারদা গোষ্ঠীর পক্ষে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় জানিয়ে দেন, তাঁদের পক্ষে আর ওই দু’টি চ্যানেল চালানো সম্ভব নয়। হাইকোর্টে পেশ করা আবেদনে আরও বলা হয়, ওই দু’টি চ্যানেলের তহবিলে যে-টাকা ছিল, চ্যানেলের এগ্জিকিউটিভ অফিসার তা থেকে স্যাটেলাইট ভাড়া এবং বিভিন্ন গাড়ির ভাড়া মিটিয়ে দেন। কিন্তু কর্মীরা তিন মাস বেতন পাননি। আবেদনকারীদের পক্ষে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, দু’টি চ্যানেলের তহবিলে এখনও কিছু টাকা আছে। হাইকোর্টের তত্ত্বাবধানে যদি চ্যানেল দু’টি চালানোর ব্যবস্থা করা যায়, তা হলে হয়তো সেগুলোর পুনরুজ্জীবন ঘটানো সম্ভব হবে।
আবেদনকারীদের বক্তব্য শুনে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি তিন সদস্যের কমিটি গড়ে দিতে চান। ওই কমিটিতে এক জন সরকারি অফিসার, এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গেই শিল্প পরিচালনায় বিশেষজ্ঞ কোনও ব্যক্তিকে রাখা হবে। বিচারপতি তার পরেই সরকার পক্ষের কাছে প্রস্তাবিত কমিটিতে সরকারি প্রতিনিধির নাম জানতে চান। সরকারের তরফে জানানো হয়, মধ্যাহ্নবিরতির পরে রাজ্য সরকারের ওই প্রতিনিধির নাম জানিয়ে দেওয়া হবে। মধ্যাহ্নবিরতির পরে বিচারপতি জানান, রাজ্যের তথ্য-সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মহারাজা সিংহ ও শিল্প পরিচালনা বিশেষজ্ঞ আলোক মুখোপাধ্যায় ওই কমিটিতে থাকছেন। |