পণ্য নেওয়ার সীমা কমাল এয়ার ইন্ডিয়া
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
এখন থেকে ২০ কেজির বদলে নিখরচায় ১৫ কেজি মালপত্র নিয়ে ভ্রমণ করতে পারবেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা। এই মর্মে একটি নির্দেশ জারি করেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। ১৫ কেজির বেশি হলে দিতে হবে কেজি পিছু ২০০-২৫০ টাকা। যা আগে ছিল ১৫০-৪০০। তবে নথিভুক্ত নিয়মিত যাত্রীরা ২০ কেজি পর্যন্ত মালপত্র বিনামূল্যেই নিতে পারবেন। বিজনেস ক্লাসের ক্ষেত্রেও ওই সীমা আগের মতোই ৩০ কেজি আছে, দাবি সংস্থার।
|
২০১২-র ডিসেম্বরে সমাপ্ত ত্রৈমাসিকে সব থেকে বেশি অসঙ্গতির অভিযোগ উঠল এয়ারসেল, ভোডাফোন, আইডিয়ার গ্রাহকদের মোবাইল ফোনের বিলে। জানাচ্ছে, ট্রাইয়ের রিপোর্ট। পরিষেবার মান নিয়ে ট্রাই নির্ধারিত মাপকাঠি, একটি সার্কেলে সংস্থার বিরুদ্ধে অভিযোগ মোট বিলের ০.১% ছাড়াতে পারবে না। কিন্তু সকলেই তা ছাড়িয়েছে।
|
মোবাইলে কথা বলার খরচ ২০ থেকে ৩০% বাড়াল রিলায়্যান্স কম। জিএসএম এবং সিডিএমএ-র প্রিপেডে এই মাসুল বাড়িয়েছে তারা। |