টুকরো খবর |
সাত নেতার জামিন, গেলেন না আইনূল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তৃণমূল নেতা সুজিত ঘোষকে মারধরের ঘটনায় অভিযুক্ত আট সিপিএম নেতা-কর্মীর মধ্যে সাত জন বর্ধমানের সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছিল। শৌভিক চট্টরাজ, জনার্দন রায়, কৌশিক চক্রবর্তী, তাপস সরকার, শেখ নজরুল, আব্দুল কায়েম ও সুমিত্রা কোঙার নামে ওই সাত জন সোমবার বর্ধমান সিজেএম আদালত থেকে জামিন নিলেও আর এক অভিযুক্ত নেতা তথা বর্ধমানের পুরপ্রধান আইনূল হক আত্মসমর্পণ করেননি। তাঁর দাবি, “থানার সামনে যে গোলমাল হয়েছিল, সেখানে আমি ছিলামই না। পুরো মামলাটি সাজানো। আমাদের লোকজন মার খেলেন, অথচ তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের হল। এর প্রতিবাদেই আমি আত্মসমর্পণ করিনি।”গত বৃহস্পতিবার রাতে সিপিএমের লোকজন বর্ধমান থানায় স্মারকলিপি দিতে জড়ো হন। সেই সময়ে সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন শহরের তৃণমূল নেতা সুজিতবাবু। অভিযোগ, তাঁকে মারধর করা হয়। সেই রাতেই শহরের মোবারক বিল্ডিংয়ে সিপিএমের জোনাল অফিসে হামলা হয়। পুরপ্রধানকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে শশী রাম ও সোমনাথ মাইতি নামে দুই তৃণমূল সমর্থককে পুলিশ গ্রেফতার করে। তাঁরাও এ দিনই সিজেএম আদালত থেকে জামিন পেয়েছেন। তাঁদের আইনজীবী সদন তা-র দাবি, “আদালত চাওয়া সত্ত্বেও বর্ধমান থানার পুলিশ কেস ডায়েরি না পাঠানোয় ওই দু’জনের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে।”
|
বধূকে পুড়িয়ে মারার নালিশ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এক অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রবিবার কালনা ১ ব্লকের নতুনগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম ইয়ামসিন বিবি (২৩)। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। ইয়াসমিন বিবির বাবা, নদিয়ার গদখালি মালিতাপাড়ার বাসিন্দা মণিরুল মালিতা কালনা থানায় অভিযোগ করেন, বছর তিনেক আগে নতুনগ্রামের জামশেদ শেখের সঙ্গে মেয়ের বিয়ে হয়। জামাই বেঙ্গালুরুতে গয়নার দোকানে কাজ করে। তবে বিয়ের মাস ছ’য়েক পর থেকেই জামশেদ ও তাঁর পরিবারের লোকজন টাকা-গয়নার জন্য মেয়েকে চাপ দিত বলে তাঁর অভিযোগ। এমনকী, না দিলে খুনের হুমকিও দেয় তারা। ভয় পেয়ে আবার কিছু গয়না গড়ে দেন তিনি। মার্চে জামাই ও তার বাবা মেয়ের বাড়িতে এসে মোটরবাইক দাবি করে। সে জন্য জমি বিক্রি করেও টাকা দেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, জামাইয়ের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক ছিল। মেয়ে প্রতিবাদ করায় জামাই, শ্বশুর, শাশুড়ি-সহ বাড়ির ছ’জন মিলে তাঁকে মারধর করে। মণিরুল মালিতা বলেন, “রবিবার মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখি মেঝেতে ওর পোড়া দেহ পড়ে রয়েছে, পাশে একটি পোড়া চেয়ার।” তাঁর দাবি, ওই চেয়ারে বেঁধেই পুড়িয়ে মারা হয়েছে তাঁর মেয়েকে। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, খুনের মামলা দায়ের হয়েছে।
|
মাথায় বন্দুক ঠেকিয়ে ‘ধর্ষণ’
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মাথায় বন্দুক ঠেকিয়ে এক প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই দুই যুবকের বিরুদ্ধে। সোমবার কালনা ১ ব্লকের কাদাগাছি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই প্রৌঢ়ার ছেলে জানান, ভোরে বাড়ির থেকে কিছুটা দূরে ধান জমির পাশে তালপাতা কুড়োতে গিয়েছিলেন তাঁর মা। তখনই সঞ্জিত টুডু, বিজয় মান্ডি ও সুবোধ হেমব্রম নামে স্থানীয় তিন যুবক প্রথমে তাঁকে অনুসরণ করে। তার পরে মাথায় রিভলবার ঠেকিয়ে ধান খেতে তাঁকে ধর্ষণ করে সঞ্জিত টুডু ও বিজয়। সুবোধ পাহারা দিচ্ছিল। ওই প্রৌঢ়ার ছেলের দাবি, অভিযুক্ত যুবকেরা মদ্যপ অবস্থায় ছিল। আরও অভিযোগ, ধর্ষণের পরে কাছের একটি পুকুরে ওই প্রৌঢ়াকে স্নান করতে বাধ্য করা হয়। তার পরে ওই যুবকেরা এলাকা ছেড়ে পালায়। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরেই গ্রামে গিয়ে তল্লাশি চালানো হয়। সঞ্জিত ও সুবোধকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্ত পলাতক। যে রিভলবারের কথা অভিযোগে বলা হয়েছে, তা এখনও উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
|
টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মোটরবাইকে চড়ে এসে টাকা ছিনতাই করল দুই দুষ্কৃতী। সোমবার বর্ধমানের রানিসায়র মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, খণ্ডঘোষের একটি চালকলের দুই কর্মী সত্যজিত্ সাহানা ও মনোজ দত্ত বর্ধমানের বাবুরবাগের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন। ওই দুই কর্মী অভিযোগ করেন, কয়েক লক্ষ টাকা নিয়ে মোটরবাইকে চড়ে ফিরছিলেন তাঁরা। সেই সময়ে একটি মোটরবাইকে এসে তাঁদের ধাক্কা মারে। তার ফলে টাকার ব্যাগটি রাস্তায় পড়ে গেলে দ্রুত তা তুলে নিয়ে চম্পট দেয় ওই মোটরবাইকের দুই আরোহী। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
জখমের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
লরির ধাক্কায় জখম যুবকের মৃত্যু হল হাসপাতালে। রবিবার বিকেলে খণ্ডঘোষের বড় গোপীনাথপুর মোড়ে মোগলমারি-গোঁয়াই রাস্তায় মোটরবাইককে ধাক্কা মারে একটি লরি। প্রদীপ ঘোষ নামে এক মোটরবাইক আরোহীর তখনই মৃত্যু হয়। তাঁর সঙ্গী শঙ্কর চৌধুরীকে (১৮) বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গভীর রাতে সেখানেই মৃত্যু হয় মন্তেশ্বরের বাসিন্দা শঙ্করের।
|
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীকান্ত মণ্ডল (৩০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানার বাজারসৌ গ্রামে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে কাটোয়ার ঘুটকিয়া পাড়ায় দিদির বাড়িতে পাম্প বন্ধ করতে গিয়ে শ্রীকান্ত বিদ্যুত্স্পৃষ্ট হন। সঙ্গেসঙ্গেই হাসপাতালে নিয়ে গেলেও চিকিত্সকেরা তাঁকে মৃত বলে জানান।
|
দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাস্তায় দাঁড়িয়ে খারাপ হয়ে যাওয়া লরি সারানোর সময়ে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল চালক ও খালাসির। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শক্তিগড়ের কাছে। পুলিশ জানায়, মৃতদের নাম আব্দুল আজিজ আনসারি (৫৫) ও দিনু মাহাতো (২৩)। বাড়ি ধানবাদের কাছে আসনমারি গ্রামে।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল দাঁইহাটে। রবিবার রাতে শহরের কাছারিপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বীণা দেবনাথ (৩০)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। |
|