টুকরো খবর
ব্যাঙ্কে জালিয়াতির অভিযোগ অন্ডালে
টাকা জালিয়াতিতে মদত দেওয়ার অভিযোগ উঠল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের উখড়ায়। স্থানীয় কুমারডিহি কলোনির বাসিন্দা মানিকচন্দ্র শীল ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে তাঁর টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। মানিকবাবু জানান, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর একটি অ্যাকাউন্ট আছে। সেখানে তাঁর লক্ষাধিক টাকা জমা ছিল। এক লক্ষ টাকা একটি স্থায়ী আমানত প্রকল্পে জমা করবেন বলে তিনি একটি ট্রান্সফার ফর্মে সই করেন। ২২ এপ্রিল ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ ৩০ মার্চ ৬০ হাজার টাকা এবং ২ এপ্রিল ৭৫ হাজার টাকা তুলে নিয়েছে। নথি ঘেঁটে দেখেন তাঁর স্বাক্ষর জাল করে কেউ এ কাজ করেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাঁরাই থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। অন্ডাল থানায় তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধেই জালিয়াতিতে মদত দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যাঙ্কের ম্যানেজার জয়দেব বিশ্বাস জানান, তাঁরা অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, তদন্ত চলছে।

বালিকাকে ধর্ষণের চেষ্টা
এক মানসিক ভারসাম্যহীন বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল নিউ টাউন শিপ থানা এলাকার পশ্চিমাঞ্চল পল্লিতে। রবিবার সন্ধ্যার ঘটনা। সোমবার স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বালিকার বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীনেশ বাল্মিকী নামে প্রতিবেশী এক যুবক ওই বালিকাকে পাশের ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে। বালিকার চিত্‌কার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। পালিয়ে যায় ওই যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। অন্য দিকে, এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লালু মণ্ডল। বাড়ি হিরাপুরের ধ্রুবডাঙাল অঞ্চলে। সোমবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দিয়েছেন।

বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়ে সভা সিপিএমের
বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সোমবার বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সভার আয়োজন করল সিপিএম। প্রধান বক্তা ছিলেন দলের জেলা সম্পাদক অমল হালদার। তাঁর বক্তব্য, অবিলম্বে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। নির্বাচনে তৃণমূলের পিছনে বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থা টাকা ঢেলেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “বাম আমলে এই সব সংস্থার অনেকে অল্পস্বল্প ব্যবসা করলেও গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তৃণমূলের প্রশ্রয়ে তারা ফুলে ফেঁপে উঠেছে। স্বাধীনতার পরে সবচেয়ে এই ঘটনাই সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। অথচ তার তদন্তের দায়িত্বে রয়েছে একটি থানা।” তিনি বলেন, “সিবিআই তো দূরের কথা, সিআইডিকেও ডাকা হয়নি।” সুদীপ্ত সেন জেরায় যে তৃণমূল নেতাদের নাম বলেছেন, তা কেন প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন অমলবাবু। তিনি বলেন, “অবিলম্বে সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হোক। যদি দেখা যায়, সিপিএমের কেউও এই ব্যাপারে জড়িত, তাদেরও শাস্তি দিতে হবে।”

আধিকারিকের পুলিশ হেফাজত
সারদার রানিগঞ্জ কার্যালয়ের শাখা ম্যানেজারকে আদালত থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিল রানিগঞ্জ পুলিশ। রবিবার পঞ্চাশ জন আমানতকারী রানিগঞ্জ শাখার ম্যানেজার তন্ময় মুখোপাধ্যায়-সহ আরও কয়েক জন আধিকারিকের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রবিবার পুলিশ তন্ময়বাবুকে গ্রেফতার করে। সোমবারের আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হলে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, তন্ময়বাবু আদালতকে জানিয়েছেন, আমানতকারীদের সব টাকা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাঁর বাবার লক্ষাধিক টাকার আমানত রয়েছে সারদাতে।

কাউন্সিলরের শেষকৃত্য
দামোদর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হল আসানসোল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আরএসপি কাউন্সিলর বীরেন করের। সোমবার দুপুরে তাঁর মরদেহ কলকাতা থেকে আসানসোলে তাঁর বাসভবনে আনা হয়। সেখান থেকে দলীয় কার্যালয়ে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ও সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানান আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসানসোল পুরসভায় প্রয়াত কাউন্সিলরের দেহ কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। শেষ শ্রদ্ধা জানান, ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ও অন্যান্য কাউন্সিলরেরা। সেখান থেকে দলীয় সদস্য সমর্থকেরা তাঁর দেহ নিয়ে যান শ্মশানঘাটে।

জয়ী কল্যাণেশ্বরী
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় সোমবার জয়ী হল কল্যাণেশ্বরী সিসি। আসানসোল স্টেডিয়ামে তারা রাধানগর সিএকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর ৮০ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কল্যাণেশ্বরী। এই মাঠের দ্বিতীয় খেলাটি বৃষ্টির কারণে ড্র হয়। প্রথমে ব্যাট করে হরিপুর সিসি ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শান্তিদেবী সিসি ৮ উইকেটে ১২৫ রান তোলে। দুই ওভার বাকি থাকতেই বৃষ্টি নামলে খেলাটি ড্র ঘোষণা করা হয়।

পিস্তল উদ্ধার
কুয়ো পরিষ্কার করতে গিয়ে মিলল একটি ছ’ঘরা পিস্তল। সোমবার পাণ্ডবেশ্বর রেলপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, পঞ্চায়েতের একটি কুয়ো বেহাল হয়ে প্রায় বুজতে শুরু করেছিল। সোমবার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুয়োটি সংস্কারের কাজ শুরু হয়। তখনই পিস্তলটি পাওয়া যায়। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে।

জিতল সেল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার জয়ী হল সেল আইএসপি। এ দিন আসানসোল রেলমাঠে কল্যাণেশ্বরী সিসিকে তারা ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কল্যাণেশ্বরী ৮৫ রান করে। জবাবে এক উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় আইএসপি।

ডুবে মৃত বালক
স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক বালকের। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের জেকে নগর রেললাইন পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোহন কুমার ভুঁইয়া (৬)। সোমবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে সে স্নান করতে নেমে তলিয়ে যায়। পুলিশের সাহায্যে প্রতিবেশীরা তার মৃতদেহ উদ্ধার করেন।

প্রশিক্ষণ শিবির
নতুন পাঠ্যক্রম প্রশিক্ষণ শিবিরের তিন দিন পেরোল রানিগঞ্জে। পাবলিক লাইব্রেরীতে ওই শিবির শেষ হবে ১৭ মে।

কোথায় কী

দুর্গাপুর

দ্বিতীয় ‘ইউনাইটেড ন্যাশন গ্লোবাল রোড সেফটি উইক’ উদযাপন। পুরসভা সন্নিকট।
উদ্যোগ: অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া, দুর্গাপুর শাখা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.