অর্থলগ্নি সংস্থা খুলে প্রতারণায় অভিযুক্তদের শাস্তির
দাবিতে কার্জন গেট চত্বরে বিক্ষোভ করল এসইউসি।
|
কাটি ধান। বোরো ধান তোলার কাজ চলছে জোরকদমে।
কাটোয়ার জাজিগ্রামে অসিত বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।
|
জলছবি। সোমবার অন্ডালে উখড়া রোডে। ছবি: ওমপ্রকাশ সিংহ।
|
যোগাযোগ: পণ্য পরিবহণ-সহ যাতায়াতের সুবিধার জন্য বর্ধমানের বাঁকা নদীর
উপর তৈরি
হচ্ছে সেতু।
বর্ধমানের পুরপ্রধান আইনুল হক জানান, আলমগঞ্জ
থেকে নতুনগঞ্জ পযর্ন্ত রাস্তা
ঘুরপথে যাতায়াত করতে হয়।
এই সেতুর মাধ্যমে
আলমগঞ্জ-সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ
অঞ্চলের
সঙ্গে মূল
শহরের বাণিজ্যিক
যোগাযোগ
সম্ভব
হবে। সেতুটির সঙ্গে ২ নম্বর জাতীয়
সড়কেরও সংযোগ
স্থাপনের
চেষ্টা চলছে বলে জানান তিনি। ছবি: উদিত সিংহ। |