আসানসোল মহকুমার আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবনতির অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ জারি থাকল সোমবারও। এ দিন আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করে বিজেপির আসানসোল জেলা কমিটি। পরে একটি স্মারকলিপি মহকুমাশাসকের হাতে তুলে দেওয়া হয়। দলের জেলা সভাপতি রামকুমার সিংহ জানান, সম্প্রতি রানিগঞ্জে নাবালিকা ধর্ষণ-সহ আসানসোল মহকুমার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মানুষ ভীত সন্ত্রস্ত। পুলিশের সংখ্যা বাড়লেও নজরদারি না বাড়ায় অপরাধ বেড়েই চলেছে। প্রশাসনিক তত্পরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।
অন্য দিকে, সারদা কাণ্ডে জড়িক প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসানসোলের কমিশনারেট কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস। সারদা কাণ্ডে সর্বস্বান্ত হওয়া একাধিক মহিলা আমানতকারীদের এই বিক্ষোভে হাজিরও করানো হয়।
বার্নপুর ইস্কোর এক মহিলা ঠিকাকর্মীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে রবিবারই হিরাপুর থানায় বিক্ষোভ দেখায় হিরাপুর ব্লক কংগ্রেস কমিটি ও আইএনটিটিইউসি। নেতৃত্ব দেন বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কংগ্রেসের সহ সভাপতি সুভাষ রায়। তাঁর অভিযোগ, পরপর বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটলেও পুলিশ দোষীদের ধরতে পারেনি। পুলিশ জানায়, এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ছিনতাইয়ে অভিযুক্তদের তল্লাশি করা হচ্ছে। |