ফের দুর্গাপুরে শিলা বৃষ্টি হল সোমবার সন্ধ্যায়। এ দিন অবশ্য তার তীব্রতা ছিল বেশ কম। তবে প্রবল ঝড় বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুতের লাইনে গাছের ডাল ভেঙে পড়ায় অনেক এলাকায় বিদ্যুত্ সংযোগ ছিন্ন হয়ে যায়। অন্য দিকে, শনিবারের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের কয়েক জন এ দিন পুরসভায় এসে মেয়রের কাছে ক্ষতিপূরণ চেয়ে স্মারকলিপি দেন। অন্য দিকে রবিবার রাতে খুব কম সময়ের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় কাঁকসার মোবারকগঞ্জ সংলগ্ন মানা, চকবাজার এলাকার প্রায় ৫০টি বাড়ি। তছনছ হয়ে যায় ফসলের খেত। |
ঝড়ের দাপটে গাড়ির উপরেই পড়ল গাছ। সোমবার দুর্গাপুরের অবনীন্দ্র বীথিতে। |