|
|
|
|
আগের টাকাই বাকি, ফের খরচ লক্ষাধিক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার থেকে মেলা শুরু হল মেদিনীপুরে। চলবে ১৭ দিন ধরে! খরচ হবে অন্তত ৩০ লক্ষ টাকা। এ দিকে আগের উৎসবেরই খরচ জোগাতেই হিমসিম খাচ্ছে প্রশাসন। গত জানুয়ারিতে মেদিনীপুরে জঙ্গলমহল বিবেক ছাত্র-যুব উৎসবের আসর বসেছিল। শেষ দিনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কলেজ মাঠের সভায় যোগ দিতে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক থেকে বাসে করে যুবক-যুবতীদের নিয়ে আসা হয়েছিল। শুধু পশ্চিম মেদিনীপুর থেকেই নেওয়া হয়েছিল ২০০টি বাস। এখনও সেই বাস ভাড়া মেটানো যায়নি।
গত ১২ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক ছাত্র-যুব উৎসবে যোগ দিতেও জেলার বিভিন্ন ব্লক থেকে যুবক-যুবতীদের বাসে করে নিয়ে যাওয়া হয়। তখনও নেওয়া হয়েছিল দু’শো বাস। ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রীর বেলদার সভায় মাঠ ভরাতে ভাড়া করা হয়েছিল প্রায় একশো বাস। ছাত্র-যুব উৎসবের জন্য যাঁরা বাস দিয়েছিলেন, তাঁদের একাংশ তা-ও ভাড়া পেয়েছেন। তবে বেলদার সভায় যাঁরা বাস দিয়েছিলেন, তাঁদের কেউই এখনও ভাড়ার টাকা পাননি বলে অভিযোগ। নামপ্রকাশে অনিচ্ছুক এক বাস মালিকের কথায়, “এমনিতেই বাস ব্যবসায় তেমন লাভ নেই। তার উপর সরকারের টাকা পেতেও যদি এত সময় লাগে, তাহলে মুশকিল!”
সমস্যার কথা মানছে বাস মালিক সংগঠনগুলোও। জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, “এটা ঠিক, বেলদার সভার জন্য যে সব বাস নেওয়া হয়েছিল, তার ভাড়া এখনও দেওয়া হয়নি। ছাত্র-যুব উৎসবের জন্য যে সব মালিক বাস ভাড়া দিয়েছিলেন, তাঁরাও অধিকাংশই ভাড়া পাননি। ভাড়া দ্রুত মিটিয়ে দিতে পুলিশ-প্রশাসনকে অনুরোধ করেছি।” জেলা বাস ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শিবু সরখেলের মতে, “সরকারের কাছ থেকে সময় মতো ভাড়ার টাকা মিলবে, এটুকু আশা তো বাস মালিকেরা করতেই পারেন।” জানা গিয়েছে, জেলা প্রশাসন বাস নিলে ভাড়া বাবদ দিনে প্রায় ১১৫০ টাকা দেয়। আর পুলিশ নিলে প্রায় ১০৫০ টাকা দেয়। সঙ্গে তেল এবং চালক-খালাসির পারিশ্রমিক দেওয়া হয়। বেলদার সভার জন্য বাস ভাড়া দিয়েছিলেন, এমন এক বাস মালিকের কথায়, “সেই দিন বাসে ৬০ লিটার তেল ভরে দেওয়া হয়েছিল। চালক এবং দু’জন খালাসির জন্য ৯৫ টাকা করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ক’দিনের মধ্যেই ভাড়ার টাকা মিটিয়ে দেওয়া হবে। এখনও দেওয়া হয়নি।”
জেলা প্রশাসনের এক কর্তার অবশ্য আশ্বাস, “হয়তো টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে। কিন্তু কারও টাকা বকেয়া থাকবে না। রাজ্য থেকে এলেই দিয়ে দেওয়া হবে। মেলার পাট চুকলে আগের উৎসবের বিষয়টি দেখব!”
|
পুরনো খবর: মুখ্যমন্ত্রীর সভার খরচ ১২ লক্ষ
|
|
|
|
|
|