টুকরো খবর
সমবায় ভোটে হার তৃণমূলের
নারায়ণগড়ের একটি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল তৃণমূল বিরোধী জোট। রবিবার ওই কমিটির ৬টি আসনে নির্বাচন হয়। এক দিকে, তৃণমূলের প্যানেল ছিল। অন্য দিকে, তৃণমূল বিরোধী জোট পাল্টা প্যানেল দিয়েছিল। ফলপ্রকাশের পর দেখা যায়, ৬টির মধ্যে ৫টিতে জয়ী হয়েছেন তৃণমূল বিরোধী জোটের প্রার্থীরা। নারায়ণগড় ব্লকের গোপীনাথপুরের নবগ্রাম সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন অবশ্য আগে হয়েছিল। পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল পরাজিত হওয়ায় খুশি বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূল যে সমর্থন হারাচ্ছে, এই নির্বাচন থেকে তা স্পষ্ট। সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্তের বক্তব্য, “রাজ্য সরকারের কাজকর্মে মানুষ অসন্তুষ্ট। যাঁরা এক সময় তৃণমূলকে সমর্থন করেছেন, তাঁরাও আজ তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছেন। নবগ্রাম সমবায় সমিতির এই নির্বাচনে শাসক দল যোগ্য জবাব পেয়েছে।” অন্য দিকে, ব্লক তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে নারাজ। দলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দের প্রতিক্রিয়া, “ওই সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন আগে হয়েছিল। বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।”

সংগঠন বদল
সিটু ছেড়ে আইএনটিটিইউসিতে যোগ দিলেন ডেবরা ব্লকের রাধামোহন লোডিং আনলোডিং শ্রমিক সংগঠনের নেতারা। রবিবার রাধামোহনপুরে এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পাতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি ও ডেবরা ব্লক যুব তৃণমূলের সভাপতি অনিরুদ্ধ দেববর্মন।

কোথায় কী

বৃহস্পতিবার

কবি প্রণাম। মেদিনীপুর জেলা পরিষদের কর্মী সংগঠনের পরিচালনায় কবি প্রণাম।
হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টা থেকে, জেলা পরিষদ প্রাঙ্গণে।

শুক্রবার

রক্তদান। সুদীপ্ত গুপ্ত স্মরণে রক্তদান শিবির। উদ্যোক্তা এসএফআই, মেদিনীপুর জেলা কমিটি।
সকাল ১০টা থেকে মেদিনীপুরের কর্নেলগোলায় সংঠনের জেলা কার্যালয়ে।

শনিবার

নাটক। খড়্গপুরের নাট্য সংস্থা ‘আলকাপ’-এর প্রতি মাসে নাটক কার্যক্রমে এ মাসের নাটক ‘সারা রাত্তির’।
পরিবেশনায় গড়বেতার ‘আমরা নবীন’ নাট্য সংস্থা। খড়্গপুর ট্রাফিকে আলকাপের মহলা কক্ষে সন্ধে ৭টায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.