ট্রাকের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর। শনিবার সকালে শহরের কেএমসি মোড় এলাকার এই দুর্ঘটনায় মৃত ছাত্রের নাম সারবান যাদব (১১)। বাড়ি ইসলামপুর শহরের গোয়ালাপাড়া এলাকায়। সে হিন্দি জুনিয়ার হাই স্কুলে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছিল। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ওই পড়ুয়ার দেহ ৩১ নম্বর জাতীয় সড়কে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। |
এলাকায় পুলিশি টহল। ছবি:অভিজিৎ পাল। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সাইকেলে যাওয়ার সময় কেএমসি মোড় এলাকায় রায়গঞ্জগামী একটি ট্রাক সারবানকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সারবান। পরে কানকি ফাঁড়ির পুলিশ ট্রাকটি আটক করে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ দেখান। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বাসিন্দাদের অভিযোগ,একে জাতীয় সড়ক বেহাল। তার উপরে বেআইনি পার্কিংয়ের জন্য দুর্ঘটনা বেড়ে চলেছে। রাস্তা সম্প্রসারিত করা না হলে সমস্যার সমাধান হবে না। স্থানীয় বাসিন্দা কৌশিক গুন, সুমন্ত মহন্ত বলেন, “প্রশাসনের কর্তাদের কাছে কয়েকবার রাস্তা সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি।”
ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল ঘটনাস্থলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। ইসলামপুরের বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী বলেন, “সড়ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” ইলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে অবরোধ তুলে দেওয়া হয়।” |