টুকরো খবর |
দুই প্রাক্তন কেএলও জঙ্গি গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দুই প্রাক্তন কেএলও জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। এক সপ্তাহ আগে ফালাকাটা থানার জটেশ্বর গ্রামের বাসিন্দা প্রাক্তন কেএলও জঙ্গি বিপ্লব রায়কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধূপগুড়ি থেকে সুরেন্দ্রনাথ রায় নামে আরও এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক দশ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের কুমারগ্রাম থানায় রেখে লাগাতার জেরা করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে।
পুলিশের এক কর্তা জানান, ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। ইতিমধ্যে গোয়েন্দারা জেনেছে, জীবন সিংহ মায়ানমারে রয়েছেন। তিনি সেখানে প্রশিক্ষণ শিবির পরিচালনা করছেন। জীবনের ঘনিষ্ট মালখান সিংহ নিম্ন অসমে আলফার সঙ্গে শিবির করে আছে। সেখানে টম-সহ আরও কয়েকজন কেএলও জঙ্গি রয়েছে। ওই জঙ্গিরা ডুয়ার্স এলাকায় কয়েকটি অপহরণের ঘটনায় নেতৃত্ব দেয় বলে জানা গিয়েছে। গত ৩০ এপ্রিল আলিপুরদুয়ার থেকে এক গ্রামীণ চিকিৎসককে অপহরণের চেষ্টা-সহ গুলি করার ঘটনার পেছনেও কেএলও-দের হাত রয়েছে বলে পুলিশের দাবি।
|
স্থায়ী সুপারের দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্থায়ী সুপারের দাবিতে শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপারের দফতরে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি টাউন কংগ্রেস ২ নম্বর শাখার সদস্যরা। শনিবার বেলা ১১ টা নাগাদ সুপারের দফতরের সামনে বিক্ষোভকারীরা দফতরের কলাপসিবল গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন।
অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থায়ী সুপার নেই। বহির্বিভাগের অনেক চিকিৎসা পরিষেবা নিয়মিত ছিলছে না। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও রক্তের সঙ্কট চলছে। অবিলম্বে দ্রুত সমস্যা সমাধানের দাবি তোলেন তাঁরা। পরে বেলা ১টা নাগাদ তালা খুলে তারা বিক্ষোভ অবস্থান
তুলে নেন। শিলিগুড়ি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সঞ্জীব মজুমদার বলেন, “সমস্যা মেটানোর চেষ্টা চলছে।” শিলিগুড়ি টাউন কংগ্রেস ২ নম্বর শাখার সভাপতি বিমলেশ মৌলিক জানান, দ্রুত সমস্যা মেটানোর ব্যবস্থা না হলে বড় ধরনের আন্দোলন করা হবে।
|
গ্রেফতারের দাবি
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
গোর্খা লিগ সভাপতি মদন তামাঙের হত্যাকারীরা দার্জিলিঙ পাহাড়ে প্রকাশ্যে ঘুরলেও পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন অখিল ভারত গোর্খা লিগ নেতৃত্ব। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর দার্জিলিং পাহাড়ে যাওয়ার কথা। সেখানে তাঁর সঙ্গে দেখা করে এই অভিযোগ জানানো হবে বলে জানান গোর্খা লিগের নেতা গোবিন্দ ছেত্রী। অন্যদিকে আজ রবিবার দার্জিলিঙের চক বাজারে দলীয় সভা করবে সিপিআরএম। সিপিআরএমের সভা ঘিরে যাতে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দার্জিলিঙ পুলিশ। প্রসঙ্গত, মদন তামাং হত্যা মামলায় ৩০ জনের নামে চার্জশিট থাকলেও পাহাড়ে সিআরপি মোতায়েনের পরে ৫ জন গ্রেফতার হয়েছে। বাকিরা এখনও অধরা।
|
টাকা আত্মসাৎ, ধৃত ব্যাঙ্ক কর্মী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
প্রায় ২৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে ইসলামপুর থানার ডিমঠি এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যাঙ্ক কর্মীর নাম মহম্মদ উসমান আলি। তিনি রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্যাশিয়ার হিসাবে কর্মরত। তাঁর বাড়ি ইসলামপুরের মালিটোলা এলাকায়। মহম্মদ উসমান ২০১২ সালের ২৫ এপ্রিল থেকে স্ত্রী এবং আত্মীয়দের অ্যাকাউন্টে ওই টাকা ধীরে ধীরে সরাতে শুরু করেন বলে অভিযোগ। গত ডিসেম্বর মাসের পর ব্যাঙ্কের নজরে বিষয়টি আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়। এরপর পুলিশেও এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান জানান, আজস রবিবার ধৃতকে ইসলামপুর আদালতে তোলা হবে।
|
চালু হেল্প ডেস্ক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কমিশনের কাছে অভিযোগ জানাতে যাতে আমানতকারীদের কোনও অসুবিধেয় পড়তে না হয়, সে জন্য ‘হেল্প ডেস্ক’ চালু করল বিনিয়োগকারী, এজেন্ট ও কর্মী সম্মিলীত সারদা ঐক্য মঞ্চ। শনিবার থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ওই ‘হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। ১০ এপ্রিল শিলিগুড়ির হিমাঞ্চল বিহারে ভুঁইফোঁড় সংস্থাগুলির বিরুদ্ধে তৈরি কমিশনের অফিস শুরু হবে। সেখানে উত্তরবঙ্গের আমানতকারীরা অভিযোগ জানাতে পারবেন। মঞ্চের পক্ষে অভিজিৎ চৌধুরী বলেন, “উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমানতকারীরা অভিযোগ জানাতে আসবেন। কোনও অসুবিধে না হয় সেদিকটা দেখা হবে। কিভাবে অভিযোগ জানাতে হবে সে পদ্ধতি আমানতকারীদের জানানো হবে।”
|
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সারদা কান্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী সিপিএমের রূপা বাগচি।
শনিবার বিকেলে আদরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সিপিএমের শাখা সংগঠন বস্তি উন্নয়ন সমিতির জলপাইগুড়ির ৩ নম্বর আঞ্চলিক কমিটির প্রকাশ্য সন্মেলনে হয়। সেখানে তিনি বলেন, “যে রাজ্যে ক্যানসার রোগীদের মধ্যে ৪৫ শতাংশ মানুষ সিগারেট খাওয়ার কারণে আক্রান্ত, সেই রাজ্যে তিনি ৫০০ কোটি টাকা তোলার জন্যে মানুষদের বেশি করে সিগারেট খেতে বলছেন। এরপর অন্য একটি আর্থিক সংস্থা বন্ধ হলে টাকা তোলার জন্যে তিনি রাজ্যের মানুষকে বেশি করে মদ
খেতে বলবেন।”
|
বালিকাকে মার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ঝোপের আড়ালে শৌচকর্মের অভিযোগে তৃতীয় শ্রেণির ছাত্রীকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবেশীর হামলায় জখম হলেন মামা। শনিবার রাতে বালুরঘাটের খাদিমপুর বটতলার সুকান্তপল্লি এলাকার ঘটনা। বাড়ির সীমানার ঝোপে ওই ছাত্রী শৌচকর্ম করে বলে হামলাকারীদের অভিযোগ। পুলিস জানায়, হামলায় জখম ব্যক্তির নাম শঙ্কর চৌধুরী। তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, তদন্ত শুরু হয়েছে।
|
আইন অমান্যের ডাক যুব কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের পদত্যাগের দাবিতে কোচবিহারে আইন অমান্য আন্দোলনের ডাক দিল যুব কংগ্রেস। আগামী ৭ মে মঙ্গলবার দুপুরে সংগঠনের রাজ্য সভাপতি সৌমিক হোসেন, ছাত্র পরিষদ সভাপতি রাহুল রায়ের নেতৃত্বে মিছিল ছাড়াও জেলাশাসকের দফতরে আইন অমান্য করে বিক্ষোভ দেখাবেন। শনিবার স্টেশন মোড়ে যুব কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠক করে কর্মসূচি ঘোষণা করেন যুব কংগ্রেসের কোচবিহার লোকসভা কমিটির সভাপতি রাকেশ চৌধুরী।
|
ভুটভুটির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ভুটভুটির ধাক্কায় এক কিশোরীর মৃত্যু হল। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তপন থানার সালাস এলাকার এই ঘটনায় মৃতের নাম সেলিনা খাতুন (১৪)। ওই কিশোরী রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরে পথ অবরোধ করে বিক্ষোভ
দেখায় বাসিন্দারা।
|
ব্যবসায়ীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কুমারগ্রাম |
এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে কুমারগ্রামের কাটাবাড়ি গ্রামে ওই দেহটি পাওয়া যায়। পুলিশ জানায়, আত্মঘাতী ব্যবসায়ীর নাম প্রশান্ত দাস (৩৩)। জানা গিয়েছে, তিনি বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের অনুমান এই কারণেই আত্মহত্যা করেন প্রশান্তবাবু। |
|