টাকা ফেরতের দাবিতে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার অফিসে এত দিন শুধু বিক্ষোভই দেখাচ্ছিলেন আমানতকারীরা। শনিবার শুরু হল হাতাহাতি।
লেকটাউনে এমপিএস সংস্থার অফিসে জমানো পুরো টাকা এ দিন তুলে নিতে যান এক দল আমানতকারী। তাঁদের অভিযোগ, সংস্থার তরফে জানানো হয়, মেয়াদ শেষ হওয়ার আগে টাকা ফেরত দেওয়া যাবে না। এ নিয়ে আমানতকারীদের সঙ্গে সংস্থার কিছু এজেন্টের বচসা বাধে। পরে সেটাই হাতাহাতিতে পরিণত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাত পর্যন্ত এই ঘটনায় লেক টাউন থানায় কোনও মামলা রুজু হয়নি। আমানতকারীদের এক জন, নাগেরবাজারের বাসিন্দা মহান্তি সিংহ বলেন, “আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা এমপিএস-এ রেখেছি। কয়েক মাস সুদ পাচ্ছি না। তাই পুরো টাকাই তুলতে এসেছি। কিন্তু ওঁরা বলছেন, টাকা ফেরত দেবেন না।” অন্য আমানতকারী উজ্জ্বল দে বলেন, “টাকা ফেরত না দেওয়ার প্রতিবাদ করতেই এজেন্টরা আমাদের মারতে শুরু করে।”
এমপিএস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রমথনাথ মান্না বলেন, “পলিসির মেয়াদ শেষ হলে ঠিকই টাকা ফেরত দেওয়া হবে। আমাদের কাছে কোনও আমানতকারী এ নিয়ে অভিযোগ জানাননি।” লেক টাউনের অফিসই শুধু নয়, এ দিন বালিগঞ্জ, রানাঘাট, রায়গঞ্জ ও বর্ধমান ইউনিট অফিসেও বহিরাগতরা ঝামেলা করে বলে তাঁর অভিযোগ। |
এ দিনই ঝাড়গ্রামে এমপিএস-এর কিছু এজেন্ট-কর্মী সাংবাদিক ও আলোকচিত্রীদের উপরে চড়াও হন। বিকেলে দিঘিশোলের অফিসে এজেন্ট ও আমানতকারীদের বৈঠকে ডেকেছিলেন প্রমথনাথবাবু। বৈঠক শেষ হওয়ার পরেই এজেন্ট-কর্মীদের একাংশ সংবাদমাধ্যমের কর্মীদের হুমকি দিয়ে বলেন, “মিডিয়াই আমাদের ব্যবসা শেষ করে দিচ্ছে। অপপ্রচার করছে।” সাংবাদিক-আলোকচিত্রীদের ঘিরে ধরে মারধর করা হয়। পুলিশে অভিযোগ করেন সাংবাদিকেরা। এর মধ্যেই অন্য একটি লগ্নি সংস্থা এটিএম গ্রুপের ঝাড়গ্রাম শাখা অফিস সিল করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ দিন কাটোয়ায় রোজ ভ্যালীর অফিসে ভাঙচুর চালায় এক দল লোক। এক এজেন্টকে মারধরও করা হয়। তাঁদের অভিযোগ, শুক্রবার ওই অফিস থেকে নগদ টাকা ও চেক বিলি করা হলেও শনিবার আমানতকারীরা গেলে তাঁদের এক মাস পরে যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তারাপীঠে ওই সংস্থারই একটি হোটেলে বিক্ষোভ দেখান লগ্নিকারীরা। হোটেলের ম্যানেজার (অপারেশন) শেখর দে-র বক্তব্য, “নতুন করে হোটেল সাজানোর জন্য পুরনো আসবাব বিক্রি করা হচ্ছে। কিন্তু কিছু লোক মনে করছেন, হোটেল বন্ধের তোড়জোড় চলছে। তাঁরাই মালপত্র আটকে হোটেল-কর্মীদের হেনস্থা করেন।” রোজ ভ্যালীর চেয়ারম্যান গৌতম কুণ্ডু অবশ্য এ দিন এক বিবৃতিতে দাবি করেছেন, তাঁর সংস্থার প্রতি আমানতকারীদের আস্থা ফিরছে। তাঁর কথায়, “যে আমানতকারীরা মেয়াদ শেষের আগে টাকা ফেরত চাইছিলেন, তাদের অনেকেই এখন কলকাতা-সহ বিভিন্ন শাখায় এসে টাকা জমা করছেন।”
এ দিনই সল্টলেক সেক্টর ফাইভে ইউরো গ্রুপের অফিসে তল্লাশি চালায় বিধাননগর কমিশনারেট ও সেক্টর ফাইভ থানার একটি যৌথ দল। বিভিন্ন নথি বাজেয়াপ্ত করার সঙ্গে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। নৈহাটির এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছে।
টাকা ফেরতের দাবিতে এ দিনই দুর্গাপুরে শাইন ইন্ডিয়া ইনফ্রা প্রোজেক্ট-এর অফিসে বিক্ষোভ দেখান আমানতকারীরা। সংস্থা প্রথমে জানায়, মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা ফেরতের নিয়ম নেই। পরে কোক ওভেন থানার পুলিশের মধ্যস্থতায় সংস্থার আধিকারিক উজ্জ্বল মণ্ডল প্রতিশ্রুতি দেন, আমানতকারীরা চাইলে টাকা ফেরত দেওয়া হবে। সারদা কাণ্ড নিয়ে প্রকাশ্য সভায় মন্তব্যের জেরে সিপিএমের এক যুব নেতাকে এ দিন আটক করল পুলিশ। শিলদার বাসিন্দা স্বপন ফৌজদার ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। মে দিবসের অনুষ্ঠানে বক্তৃতার সময় স্বপন বলেছিলেন, “ক’দিন আগেও সুদীপ্ত সেনরা জঙ্গলমহলে ঘুরে গিয়েছেন। পুলিশই তাঁদের নিরাপত্তা দিয়েছে।” স্বপন কোথা থেকে এই তথ্য পেলেন, তা জানতেই তাঁকে আটক করে পুলিশ। বিনপুরের সিপিএম বিধায়ক দিবাকর হাঁসদা বলেন, “ওই সভায় আমিও ছিলাম। রাজনৈতিক উদ্দেশ্যেই ওঁকে ধরেছে পুলিশ।” |