টোলগে ওজবে ছাড়াই রবিবার গোয়া যাচ্ছে মোহনবাগান। চোটের জন্যই বাদ পড়লেন তিনি।
টোলগে বাদ পড়লেও চোট সারিয়ে দলের সঙ্গে যাচ্ছেন ওডাফা ওকোলি। হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও শনিবার হালকা অনুশীলন সারেন বাগানের ‘গোলমেশিন’। ওয়ার্ম আপ করে বেশির ভাগ সময় একাই গোলে বল মারতে থাকেন তিনি। টোলগে না থাকায় তিন বিদেশি ইচে, কুইনটন ও ওডাফাকে নিয়েই সুভাষ ভৌমিকের চার্চিলের বিরুদ্ধে প্রথম দল সাজাবেন করিম। মঙ্গলবার তিলক ময়দানে খেলা। ওই ম্যাচ জিতলে বা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন সুনীল ছেত্রী-হেনরিরা।
মোহন কোচ করিম বেঞ্চারিফা শনিবার অনুশীলন শেষের পর বললেন, “ওডাফা চোট সারিয়ে দলে ফেরায় সুবিধা হয়েছে। কিন্তু টোলগেকে নিয়ে কোনও ঝুঁকি নেব না। আশা করব ইউনাইটেড সিকিম ম্যাচের আগে ও সুস্থ হয়ে ফিরবে।” |
গোয়ায় সেই ওডাফাই ভরসা করিমের। |
এ দিন অনুশীলনের পর মোহন-কোচ আরও বলেন, “আমার সঙ্গে ফুটবলারদের কথা হয়েছে। কলকাতা লিগে ভাল ফল পেতে হলে আই লিগের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে হবে।” সঙ্গে তিনি যোগ করেন, “পরের মরসুমে অবশ্যই আই লিগ জেতাই আমাদের আসল লক্ষ্য থাকবে।”
এ দিকে কলকাতা লিগের ডার্বি ম্যাচ ২৩ মে যুবভারতীতে করার অনুমতি দিল পুলিশ। কল্যাণীতে লিগের বাকি দুটি ম্যাচ নিয়েও কোনও সমস্যা নেই, জানিয়ে দিলেন আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। চিটফান্ড কাণ্ডের জেরে বাংলার ফুটবল নিয়ামক সংস্থার আর্থিক হাল জানাতে এ দিন দুপুরে মধ্য কলকাতার একটি ক্লাবে আলোচনায় বসেছিলেন আই এফ এ কর্তারা। সেখানে উৎপল বাবু সবাইকে আশ্বস্ত করেন, বিভিন্ন চিটফান্ড সংস্থার কাছ থেকে গতবারের চুক্তির প্রায় সব টাকা তারা পেয়ে গিয়েছেন। চিটফান্ড কাণ্ডের পর প্রয়াগ ইউনাইটেডের অবস্থা খারাপ। স্পনসর নিয়ে সমস্যা তৈরি হওয়ার পর ইউনাইটেড কর্তারাও উৎকণ্ঠিত র্যান্টি মার্টিন্স-বেলো-সহ সব ফুটবলারের সঙ্গে বৈঠক করেন অনুশীলনের পর। |