প্র্যাক্টিসে নামলেন মেসি
নিজস্ব প্রতিবেদন |
চ্যাম্পিয়ন্স লিগে জার্মান বোমায় বিধ্বস্ত শিবিরের প্রাণ ফেরাতে ‘ড্যামেজ কন্ট্রোল’ শুরু করে দিল বার্সেলোনা। শুক্রবার প্রায় গোটা দিনই ফিজিওর সঙ্গে কাটানোর ২৪ ঘণ্টার মধ্যে প্র্যাক্টিসে নামানো হল লিও মেসিকে। রবিবার রিয়াল বেতিসের বিরুদ্ধে জিতলেই লা লিগা খেতাব নিশ্চিত হয়ে যেতে পারে বার্সার। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না স্প্যানিশ ক্লাব। কোচ টিটো ভিলানোভা যতই বলুন মেসির উপর অতিরিক্ত নির্ভরশীলতা নেই, ফাব্রেগাসদের মনোবল ফেরাতে ভরসা কিন্তু সেই এলএমটেন-ই। না হলে বুধবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে না পারা মেসিকে শনিবারই প্র্যাক্টিসে দেখা যেত না। কুঁচকির চোট সারিয়ে সের্জিও বুসকেটসও এ দিন প্র্যাক্টিসে নেমেছেন। তিনিও বায়ার্নের বিরুদ্ধে ফিরতি ম্যাচে খেলতে পারেননি। বার্সার ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার প্র্যাক্টিসে দুই ফুটবলারই বেশ স্বচ্ছন্দ ছিলেন। তবে, চোট সারেনি ভিক্টর ভালদেজের। পেটের ব্যথায় এ দিন প্র্যাক্টিসে নামেননি পেড্রোও। লিগ টেবলে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে আছে বার্সা। গত পাঁচ বছরে চতুর্থ লা লিগা খেতাব জিততে বাকি পাঁচ ম্যাচ থেকে মেসিদের আর পাঁচ পয়েন্ট পেতে হবে। রবিবার রোনাল্ডোরা রিয়াল ভালাদোলিদকে হারাতে না পারলে এবং ঘরের মাঠে বার্সা জিতলে মেসিদের খেতাব জয় নিশ্চিত হয়ে যাবে।
|
আগামী ১৬ মে থেকে রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর বসবে কোচবিহারে। চলবে ১৮ মে পর্যন্ত। কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার জায়গা চূড়ান্ত হয়েছে। প্রতিযোগিতার কাজ খতিয়ে দেখতে আজ, রবিবার কলকাতা থেকে রাজ্য ব্যাডমিন্টন সংস্থার দু’জন প্রতিনিধি কোচবিহারে যাবেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জগতরঞ্জন ভট্টাচার্য বলেন, “এই প্রথম সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর হচ্ছে কোচবিহারে। আমরা খামতি রাখতে চাইছি না। রাজ্য ব্যাডমিন্টন সংস্থার নির্দেশ মেনে কোর্ট তৈরি সহ অন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’ |