টিমের সঙ্গে মুম্বইয়ের ফ্লাইট ধরবেন দুপুর দু’টোয়। তার আগে নিজের কামব্যাক, আইপিএলে কেকেআরের ভাগ্য নিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচের নায়ক ইউসুফ পাঠান শনিবার যা বলে গেলেন...
প্রশ্ন: আপনাদের এই মরসুমে জয়ের চেয়ে ব্যর্থতা বেশি। কারণটা কী?
ইউসুফ: আমাদের ভুলের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। যেগুলো জেতা উচিত ছিল। গত বারও এ রকম অনেক ক্লোজ ম্যাচ বের করে নিয়েছিলাম।
প্র: রাজস্থানের বিরুদ্ধে এই জয়ের পর আপনি কি মনে করেন কেকেআর লাইফলাইন পেয়ে গেল?
ইউসুফ: গত মরসুমেও আমরা টানা সাতটা ম্যাচ জিতেছিলাম। ফাইনালেও উঠেছিলাম। ইনশাল্লাহ্, সেটা এ বারও হবে। রাজস্থানের বিরুদ্ধে নামার আগেই বলে দেওয়া হয় যে, টুর্নামেন্টটা এ বার ছ’ম্যাচের। তার প্রথমটা জিতলাম। শুরুটা দারুণ হল। বাকি পাঁচটা জিততে হবে। |
মিশন মুম্বই। শনিবার শহর ছাড়লেন
ইউসুফ পাঠানরা। ছবি: শঙ্কর নাগ দাস |
প্র: কেকেআরে তিন বছরে বহু বার আপনাকে শুনতে হয় যে, রান পান না। সাইঁত্রিশটা ম্যাচে হাফসেঞ্চুরি নেই। স্বস্তি পাচ্ছেন এ বার?
ইউসুফ: দেখুন, ইম্পর্ট্যান্ট ম্যাচে রান পেলে ভাল লাগবেই। রাজস্থান ম্যাচে হাফসেঞ্চুরি হল না কিন্তু টিম জিতল। কে বলতে পারে, সামনের ম্যাচেই হাফসেঞ্চুরি করে ফেলব না?
প্র: কেরিয়ারের চরম দুঃসময়ে কতটা সমর্থন পেয়েছেন অধিনায়কের কাছ থেকে? টিম ম্যানেজমেন্টও বা কতটা পাশে ছিল?
ইউসুফ: দেখুন, ক্যাপ্টেন আমার উপর ভরসা রাখে, ব্যাক করে। যার ফলে হালকা মনে খেলতে সুবিধা হয়। আসলে গৌতম খুব ভাল ক্যাপ্টেন। টিম কী ভাবে চালাতে হয়, জানে। জানে আমি কী করতে পারি। জানে অতীতে কী কী ইনিংস খেলেছি।
প্র: আইপিএলে গেইলের বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হয় না, ও যেটা পারছে সেটা আমিও পারি?
ইউসুফ: এটা আবার নির্ভর করে সেই দিনের সিচুয়েশনের উপর। রেকর্ড বনতে হ্যায়, টুটতে ভি হ্যায়। আমিও এ রকম রেকর্ড দু’তিন বার করেছি। কিন্তু গেইল বা আমার মতো পাওয়ার হিটারদের ক্ষেত্রে ভাগ্যেরও একটু দরকার পড়ে।
প্র: ভাই ইরফান তো সুযোগ পেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কী বলবেন?
ইউসুফ: ভাল লাগছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ফেরার পরে ওর চোট লেগেছিল। কিন্তু ও ফিরে এসেছে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে। কামব্যাকটা তাই প্রশংসার।
প্র: আপনার বউ তো ফিজিও। আয়েষাকে বিয়ে করার পরে কতটা সাহায্য পেয়েছেন?
ইউসুফ: আয়েষা সব সময় পাশে থাকে। কোনও চোট পেলে ওর সঙ্গে পরামর্শও করে নিই। বলতে পারেন, ও আমার স্ট্রেংথ। |