ওয়াংখেড়েতে তাঁর প্রবেশ নিষিদ্ধ। এ বার ইডেনেও শাহরুখ খানকে আটকে দেওয়া হল।
ঘটনার প্রেক্ষাপট ইডেনে রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচ। ঘটনার নির্ঘণ্ট শুক্রবার রাত ন’টা পঁয়তাল্লিশ।
রাজস্থান রয়্যালস ইনিংস সবে শেষ হয়েছে। টিমের ড্রেসিংরুমে ঢোকার জন্য তখন ইডেনের কর্পোরেট বক্স থেকে নেমে আসেন শাহরুখ। কিন্তু ড্রেসিংরুমের সামনেই আটকে দেওয়া হয় ‘কিং খান’-কে। আটকে দেয় আইসিসি-র দুর্নীতিদমন শাখার লোকজন। বলা হয়, প্লেয়ার্স এরিনায় ঢুকতে হলে যে কার্ড লাগে (পিএমও), সেটা তাঁর নেই। তাই কেকেআর মালিক হলেও শাহরুখকে ঢুকতে দেওয়া যাবে না!
যার পরই বিতর্কের সূত্রপাত। শাহরুখ বলার চেষ্টা করেছিলেন যে, টিমের ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন বলেই শুধু নেমে এসেছেন তিনি। কিন্তু কোনও কথাই শোনা হয়নি। কেকেআর মালিক আর কথা বাড়াননি। সোজা চলে আসেন ডাগআউটের কাছে। সেখানেই দাঁড়িয়ে ম্যাচ দেখেন পাঁচ ওভার। পরে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেও দেন, “আমি তো কথা বলতে গিয়েছিলাম। কিন্তু ঢুকতে দেওয়া হল না।” |
ইডেন ড্রেসিংরুমে ঢোকার ছাড়পত্র যাঁদের। ছবি: উৎপল সরকার |
ঘটনা হল, প্লেয়ার্স এরিনায় কারা ঢুকতে পারবেন তার তালিকা ছবি-সহ টাঙানো থাকে ড্রেসিংরুমের বাইরে। সেই লিস্টে শাহরুখের নাম নেই। এবং দুর্নীতিদমন শাখার কর্তারাও যার ফলে কোনও দোষ দেখছেন না। বলা হচ্ছে, নিয়মটা নিয়মই। সবার ক্ষেত্রেই। তবে এই প্রথম নয়, অতীতেও এই জিনিস ঘটেছে। শাহরুখকে আরও একবার আটকে দেওয়া হয়েছিল। বছর দু’য়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ইডেনে আন্তর্জাতিক ম্যাচ চলার সময় প্লেয়ার্স এরিনার কাছে আটকে দেওয়া হয়। তবে তখন বর্তমান আইসিসি-র দুর্নীতিদমন শাখার প্রধান ভির্ক নন, সৌরভকে আটকে দিয়েছিলেন তৎকালীন আইসিসি শাখার প্রধান ধরমবীর সিংহ যাদব।
নিয়ম আছে নিয়মের মতো। কিন্তু ঘরের মাঠেই ফ্র্যাঞ্চাইজি মালিককে আটকে দেওয়ার পর প্রশ্ন উঠে পড়েছে তা হলে ওয়াংখেড়ে আর ইডেনে তফাত কী রইল? দু’জায়গাতেই তো নিষেধাজ্ঞার মুখে পড়তে হল কিং খানকে। সিএবি কর্তাদের বক্তব্য, ওয়াংখেড়ের সঙ্গে সিএবি-কে কোনও অবস্থাতেই গুলিয়ে ফেলা উচিত নয়। বলা হচ্ছে, ইডেনের কোথাওই শাহরুখের যাতায়াতের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আর প্লেয়ার্স এরিনার দায়িত্বে থাকে আইসিসি। সিএবি-র সেখানে কোনও ভূমিকাই নেই। সংস্থার কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলে দিলেন, “শাহরুখ যে জেতার পর গোটা ইডেন ঘুরল, কেউ কিছু বলেছে? ওয়াংখেড়ের সঙ্গে তুলনা তাই আসছে কী ভাবে?” |